দর্শনার্থীদের সুবিধার জন্য রাস্তা চওড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিঘার জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত ৭ মিটার চওড়া রাস্তাটি ১৪ মিটারের করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠছে এই মন্দির। শুধু তাই নয়, একেবারে পুরীর ধাঁচেই জগন্নাথ দেবের রথযাত্রা হবে সৈকত শহরেও।
আরও পড়ুন: কাঁথা স্টিচের কাজের স্বীকৃতিতে পদ্মশ্রী পেলেন তকদিরা বেগম! তাঁর লড়াই অনেকের অনুপ্রেরণা
advertisement
সেই কারণে নিউ দিঘা স্টেশনের পাশেই ভোগী ব্রহ্মপুর মৌজার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তাটি ৭ মিটার চওড়া থেকে ১৪ মিটারের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির থেকে ওল্ড দিঘার দিকে দেড় কিলোমিটার দূরত্বে আরও একটি মন্দিরকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে চিহ্নিত করা হয়েছে। এখানেই রথের দিন থেকে উল্টোরথের দিন পর্যন্ত থাকবেন জগন্নাথ দেব। তারপর সেখান থেকেই ফের মূল মন্দিরে ফিরবেন জগন্নাথ দেব। তাই মন্দির সংলগ্ন মেন রাস্তাটি চার লেনের বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মারাত্মক কুয়াশার দাপট, তারমধ্যে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে ছুটছে বাইক! তারপরের ঘটনা ভয়ঙ্কর
প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে দিঘায় জগন্নাথধাম তৈরির কাজ জোরকদমে চলছে। প্রশাসন সূত্রে খবর, মার্চ মাসে মন্দিরের কাজ শেষ করার টার্গেটও নেওয়া হয়েছে। মন্দির উদ্বোধনের আগেই রাস্তা সম্প্রসারণের কাজ সেরে ফেলতে চায় পূর্ত দফতর।
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পূর্ত বিভাগের এক্সুকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, ‘জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা সম্প্রসারণ করা হবে। দিঘা থানা থেকে দিঘা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করা হবে। এই কাজ দ্রুততার সঙ্গে হবে।
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় একাধিক প্রকল্পের বাস্তবায়নে দিঘায় রূপ সৌন্দর্য আরও বেড়েছে। সৈকত লাগোয়া সাজানো গোছানো একাধিক পার্ক। মেরিন ড্রাইভ সব মিলিয়ে দিঘায় আগের থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। জগন্নাথ মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হলে দিঘার বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলে যাবে।
সৈকত শী