সৈকত সরণীজুড়ে অস্থায়ী দোকানদারদের রমরমায় পর্যটকরা ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত সৈকত সরণি দিয়ে হেঁটে যেতে পারত না। এই নিয়ে পর্যটকদের মনে একপ্রকার ক্ষোভ জমা হয়েছিল। এই নিয়ে বেশ কয়েকবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে অভিযোগ জানিয়েছিলেন পর্যটকেরা।
দিনের পর দিন দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। আর পর্যটকের সংখ্যা যত বাড়ছে সৈকত সরণীজুড়ে অস্থায়ী দোকানের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। আর তাতেই দিঘার সৈকত সরণী হয়ে উঠেছিল চলার অযোগ্য। যা চরম মাত্রায় পৌঁছয় ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি ও ১ জানুয়ারি বর্ষবরণের উৎসবের আবহে। এই সময় দিঘায় রেকর্ড পরিমাণ পর্যটক আসেন। কিন্তু অস্থায়ী দোকানদারদের কারণে পর্যটকদের চলাফেরায় যথেষ্ট অসুবিধা হয়। তাদের নিরাপত্তারও অভাব দেখা দেয়। তাই সৈকত সরণীজুড়ে অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ অভিযানে নামল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
advertisement
আরও পড়ুন: রাতে স্টেশনে ঘুরে ঘুরে ভবঘুরেদের কম্বলদান!
দিঘার অস্থায়ী হকারদের উচ্ছেদ করল প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত দিঘা সমুদ্র সৈকত বরাবর সমস্ত অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ করা হয়। পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সচিব মানস কুমার মণ্ডল জানান, পর্যটকরা বারবার অভিযোগ করেছিলেন সৈকত দখল হয়ে যাওয়া নিয়ে। সৈকতে পর্যটকদের চলাফেরা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এই সমস্ত দোকানদারদের কারণে। দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তার কারণে এই অভিযান চালানো হয়েছে।
সৈকত শী