TRENDING:

East Midnapore News: কাজ থামিয়ে ধর্নায় বসল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা, রোগী পরিষেবা প্রশ্নের মুখে

Last Updated:

ক্রমাগত বেতন কমিয়ে দেওয়া, প্রতিবাদ করলে ছাঁটাইয়ের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা। প্রশ্নের মুখে রোগী পরিষেবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: কর্মীদের একাংশের আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানকার অস্থায়ী কর্মচারীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন।
advertisement

আন্দোলনে অংশ নেওয়া এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের অভিযোগ, তাঁরা ষ্টারলিঙ্ক অ্যান্ড উইলসন কোম্পানির বেতনভুক্ত কর্মী। কিন্তু যত দিন যাচ্ছে বিনা কারণে তাঁদের প্রাপ্য বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই চাকরি থেকে ছাঁটাই করছে ওই কোম্পানি। এই অবস্থার পরিবর্তন চেয়ে তাঁরা আন্দোলন শুরু করেছেন।

এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের অক্সিজেন সাপ্লাই, ইলেকট্রিক লাইন দেখভাল, এসি পরিষেবা ঠিক রাখা, ফায়ার সার্ভিসের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব অস্থায়ী বেসরকারি কর্মীরা দেখভাল করেন। তাঁরাই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হেঁটেছেন। ফলে হাসপাতালের এই সমস্ত বিভাগের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী পরিষেবায় এই আন্দোলনের সরাসরি প্রভাব পড়েনি। কিন্তু অবিলম্বে অস্থায়ী এর কর্মীরা আন্দোলন না থামালে রোগী পরিষেবাতেও প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। কারণ বিদ্যুতের লাইন, অক্সিজেন পৌঁছে দেওয়ার মত বিষয়গুলি সরাসরি রোগী পরিষেবার সঙ্গে যুক্ত। তা ছাড়া কোনও কারনে হাসপাতালে আগুন লাগলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বৃদ্ধার পেট থেকে বের হল ২৫৪৫ টি পাথর! পুরোটা জানলে চমকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এগরার আসেপাশের প্রায় ২৫-৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষ এই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। ফলে এই আন্দোলনের জেলে তাদের বিপদে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও হাসপাতালের অস্থায়ী কর্মীদের এই আন্দোলন নিয়ে প্রশাসনের বিশেষ হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এই বিষিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ওরা আমাদের পে রোলে থাকা কর্মী নয়। ফলে ওদের দায়িত্ব আমরা নিতে পারব না।

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Midnapore News: কাজ থামিয়ে ধর্নায় বসল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা, রোগী পরিষেবা প্রশ্নের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল