এই হাসপাতাল চত্বরে রয়েছে একটি পার্ক। কিন্তু দীর্ঘদিন ধরে তার অবস্থা ছিল বেহাল। হাসপাতাল চত্বরে পার্কটি মূলত রোগীর পরিবারের সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছিল একসময়। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্নে ও অবহেলায় বেড়ে উঠেছিল জঞ্জাল। দিন দিন ব্যবহারের অযোগ্য হয়ে যায় পার্কটি। ফলের রোগীর পরিজনদের বসার জায়গা সংকুলান হচ্ছিল জেলা হাসপাতাল চত্বরে। কারণ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের রোগীর পাশাপাশি হাওড়া জেলার গ্রামীন এলাকার মানুষজন চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন।
advertisement
আরও পড়ুনঃ ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন
সম্প্রতি তাম্রলিপ্ত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী মাইতি উদ্যোগে হাসপাতাল চত্বরে থাকা পার্কের আগাছা পরিষ্কার করা হয়। এছাড়াও পার্কে লাগান হচ্ছে বিভিন্ন ফুলের গাছ সহ অন্যান্য গাছ। হাসপাতাল চত্বরের এই পার্টি আগাছা পরিষ্কার ও নতুন করে গাছ লাগানোর কাজ ঘুরে দেখেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী মাইতি জানান, 'দীর্ঘদিন ধরে পার্কটি আগাছার জঞ্জালে পরিপূর্ণ হয়ে পড়েছিল। আগাছা পরিষ্কার করা হয়েছে। লাগান হয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ। বর্তমানে মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়ে গেছে। ফলে রোগীর আত্মীয়-স্বজনের পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরা পার্কটি আবার ব্যবহার করতে পারবে।'
Saikat Shee