Purba Medinipur News: ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন

Last Updated:

ভারতীয় রেলের ইস্ট কোস্ট শাখার কোড়াই স্টেশনে রেল দুর্ঘটনার জেরে বাতিল হল দক্ষিণ পূর্ব রেল শাখার একাধিক এক্সপ্রেস ট্রেন ও গতিপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের। এছাড়াও খড়গপুর ডিভিশন থেকে কিছু এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

খড়গপুর জংশন
খড়গপুর জংশন
#মেছেদা : ভারতীয় রেলের ইস্ট কোস্ট শাখার কোড়াই স্টেশনে রেল দুর্ঘটনার জেরে বাতিল হল দক্ষিণ পূর্ব রেল শাখার একাধিক এক্সপ্রেস ট্রেন ও গতিপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের। এছাড়াও খড়গপুর ডিভিশন থেকে কিছু এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ২১ নভেম্বর ইস্ট কোস্ট রেলের অন্তর্গত ভদ্রক- কাপিলাস সেকশনের কোড়াই স্টেশনে সকাল পৌনে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। মালগাড়ির ধাক্কায় রেলস্টেশনের প্ল্যাটফর্ম, ওভারব্রিজ ও স্টেশন বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ট্রেন দুর্ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেল শাখার খড়গপুর ডিভিশন থেকে গতিপথ পরিবর্তন ও গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে আবার কিছু ট্রেনের সময়সূচীর পরিবর্তন হয়েছে। দেরিতে চলছে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন এমনকি বাতিল করা হয়েছে, পুরী ও সেকেন্দ্রাবাদ গামী এক্সপ্রেস ট্রেন। বাতিল করা হয়েছে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস এবং শালিমার সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস। এছাড়াও বেশকিছু ট্রেন দেরিতে চলছে। 12819 ভুবনেশ্বর ইনটারসিটি এক্সপ্রেস, 18021 খুরদা রোড এক্সপ্রেস, 08063 খড়গপুর ভদ্রক প্যাসেঞ্জার ট্রেন দেরিতে চলছে।
advertisement
আরও পড়ুনঃ পথ নিরাপত্তা কর্মসূচিতে অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের
দেরিতে চলছে 15906 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। শুধু ট্রেন দেরিতে চলা নয় বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 15906 ( DBRG - CAPE) কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস বালেশ্বর স্টেশনের পর নিয়ন্ত্রিত হয়, HIJ - TAKPRNY রুটে চলবে৷ 12703 (HWH-SC) ফলকনামা এক্সপ্রেস। KGP - TATA - NYG - JKPR হয়ে ডাইভার্টেড রুটে চলবে৷ 12876 ( ANVT - PURI ) আনন্দ বিহার পুরী নীলাচল এক্সপ্রেস। টাটা-এনওয়াইজি-জেকেপিআর হয়ে ডাইভার্টেড রুটে চলবে। 22605 ( PRR - VM ) পুরুলিয়া ভিল্লুপুরম সুপারফাস্ট এক্সপ্রেস KGP - TATA - NYG - JKPR হয়ে ডাইভার্টেড রুটে চলবে৷
advertisement
advertisement
আরও পড়ুনঃ রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল থেকে ১৪টি বাইক ও প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার
প্রসঙ্গত এই দুর্ঘটনার জেরে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে কোড়াই স্টেশন৷ রেললাইনের উপরে একের পর এক বগি অন্যটির ঘাড়ে উঠে যায়৷ রেল লাইন টপকে একাধিক বগি প্ল্যাটফর্মেও উঠে যায়৷ ভয়াবহ এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ বিপর্যস্ত দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল৷ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন সূত্রে জানা যায় দ্রুতই দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচলের রুট স্বাভাবিক করার চেষ্টা চলছে রেলের তরফ থেকে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement