Purba Medinipur News: পথ নিরাপত্তা কর্মসূচিতে অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের

Last Updated:

এবার জেলার পথ দুর্ঘটনা কমাতে অভিনব কর্মসূচি নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পূর্ব মেদিনীপুর জেলার পথ দুর্ঘটনাকে সারা বছর ধরেই চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে স্কুল পড়ুয়াদের যেমন পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন গড়ে তোলার কাজ চলছে

+
জেলা

জেলা পুলিশ সুপার কার্যালয়

#তমলুক : এবার জেলার পথ দুর্ঘটনা কমাতে অভিনব কর্মসূচি নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পূর্ব মেদিনীপুর জেলার পথ দুর্ঘটনাকে সারা বছর ধরেই চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে স্কুল পড়ুয়াদের যেমন পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন গড়ে তোলার কাজ চলছে তেমনি পুলিশের পক্ষ থেকে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনা কমছে না। এবার পথ দুর্ঘটনা কমাতে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রজেক্টর ও পর্দার মাধ্যমে জনসাধারণ এর কাছে তুলে ধরা হচ্ছে।
প্রসঙ্গত পুলিশ সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিমাসে গড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন প্রায় ৩৫ জন। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারপরই পূর্ব মেদনীপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ব্ল্যাক স্পট সহ জেলার ট্রাফিক নিরাপত্তা খতিয়ে দেখতে আছেন এ ডি জি ট্রাফিক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ।
advertisement
আরও পড়ুনঃ রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল থেকে ১৪টি বাইক ও প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার
উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে বয়ে গেছে তিনটি জাতীয় সড়ক ও অনেকগুলি রাজ্য সড়ক এছাড়াও গ্রামীণ সড়ক রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে হলদিয়া কোলাঘাটের মতো শিল্পাঞ্চল শহরের পাশাপাশি দিঘা মন্দারমনি শঙ্করপুর এর মতো জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্র। ফলে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বেশি। চলতি নভেম্বর মাসেই এ পর্যন্ত পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুড়ি জন মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিল্পাঞ্চল শহরে কারখানায় কর্মী নিয়োগের স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য সরকার
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ পথ নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করতে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সাধারণ মানুষের সামনে তুলে ধরে অভিনব সচেতনতা বার্তা দিতে উদ্যোগী হয়েছেন। সেই মতো নন্দকুমারে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রজেক্টর ও পর্দার মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা হয়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডি এস পি ট্রাফিক পবিত্র কুমার বারিক জানিয়েছেন, এ ডি জি ট্রাফিক ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পথ নিরাপত্তা কর্মসূচিতে অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement