আরও পড়ুন: ‘কোথায় ডিএম-এসপি?’ ময়নার বিজেপি নেতা খুনে দিল্লিতে তলবের হুঁশিয়ারি জাতীয় এসসি কমিশনের
শিকার উৎসবের সময় আদিবাসী শিকারীদের হাত থেকে বন্য জীবজন্তুকে রক্ষা করা বন দফতরের কাছে বড় চ্যালেঞ্জের। গত কয়েক বছর ধরে অনেক চেষ্টা করেও শিকার উৎসব নিয়ে উন্মাদনা পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। তবে এই বছর আরও আগে থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য সক্রিয় হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর। আর তার জন্য তারা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
শিকারিদের হাত থেকে বন্য জীবজন্তুদের রক্ষা করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় বিশেষ ট্যাবলো বের করেছে বন দফতর। আগামী ১৫ দিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এই ট্যাবলো ঘুরে ঘুরে বন্যপ্রাণীদের রক্ষার বিষয়ে সাধারন মানুষকে সচেতন করবে। এই ট্যাবলো উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা ও জেলা বন বিভাগের আধিকারিক অনুপম খান। সকলের আশা এই যৌথ প্রচেষ্টায় কিছুটা হলেও কাজ হবে।
সৈকত শী