TRENDING:

East Medinipur News: নন্দীগ্রামের মৎস্যজীবীদের উন্নয়নে জোর রাজ্যের, আয়োজিত হল বিশেষ সভা

Last Updated:

নন্দীগ্রামের মৎস্যজীবীদের দিকে বিশেষ নজর রাজ্যের। তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মৎস্য দফতর ও উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে মৎস্যজীবীদের নিয়ে সভা করল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে থাকার নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশ পেশায় মৎস্যজীবী। তাঁদের বিভিন্ন সমস্যা দূরীকরণে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দফতর। যে সমস্ত মৎস্যজীবী নৌকায় করে নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের নিয়ে বৃহস্পতিবার নন্দীগ্রাম-১ ব্লকে বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়।
advertisement

নন্দীগ্রাম-১ ব্লকে প্রায় ৫০০ মৎস্যজীবী নৌকা নিয়ে নদী ও সমুদ্রে মাছ ধরতে যান। কিন্তু লাইসেন্স সহ বেশ কিছু নিয়মকানুন না জানার ফলে তাঁদের উপকূল রক্ষী বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এছাড়াও আরও বেশ কিছু সমস্যায় পড়তে হয় মৎস্যজীবীদের। সেগুলি দূর করতেই বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়।

বৃহস্পতিবার দুপুর দু'টো নাগাদ নন্দীগ্রাম-১ ব্লকের কাঁটাখালি মৎস্য অবতরন কেন্দ্রে এই আলোচনা সভা বসে। উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মৎস্যজীবী। সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু, নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি, উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: পুরুলিয়ার কুষ্ঠ রোগীদের নিরাপদ আশ্রয় এই আশ্রম, আর্থিক সাহায্য ছাড়াই আপনজনের মত আগলে রাখে

View More

এই সভায় মৎস্যজীবীদের তালিকা তৈরি করে তাদের রেজিস্ট্রেশন ও লাইসেন্সের বিষয়টি বুঝিয়ে বলা হয়। আগে কাঁথি মীন ভবন থেকে এই সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হত। তবে এখন থেকে ব্লক মৎস্য বিভাগেই যাবতীয় কাজ হয়ে যাবে। এছাড়াও মাছ ধরতে যাওয়ার সময় মৎস্যজীবীদের নিরাপত্তার বিষয়টিও ভালো করে বুঝিয়ে দেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকর। এদিকে মৎস্য বিভাগের পক্ষ থেকে মৎস্যজীবীদের ছোট ইলিশ ও ডলফিন ধরতে নিষেধ করে দেওয়া হয়। এই সংক্রান্ত আইনের বিষয়টিও তাঁদের বুঝিয়ে দেওয়া হয়।

advertisement

ব্লকের ফিশারি অফিসার সুমন কুমার সাহু জানান, মৎস্যজীবীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তাঁরা। এই বিষয়ে যা যা সাহায্য করা প্রয়োজন সবই করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নন্দীগ্রামের মৎস্যজীবীদের উন্নয়নে জোর রাজ্যের, আয়োজিত হল বিশেষ সভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল