Purulia News: পুরুলিয়ার কুষ্ঠ রোগীদের নিরাপদ আশ্রয় এই আশ্রম, আর্থিক সাহায্য ছাড়াই আপনজনের মত আগলে রাখে

Last Updated:

পুরুলিয়ার কুষ্ঠ রোগীদের নিরাপদ আশ্রয় এই আশ্রম। রোগী বা তার পরিবারের থেকে কোনরকম আর্থিক সাহায্য ছাড়াই যাবতীয় দায়িত্ব পালন করে চলেছে তারা

+
title=

পুরুলিয়া: কুষ্ঠ এমনই একটা রোগ যে মুহূর্তের মধ্যে আপনজন হয়ে পড়ে পর। এই রোগে কেউ আক্রান্ত হলে আজও পরিজনরা তার থেকে দূরে সরে যায়। এর কারণ মানুষের মনে আজও কুষ্ঠ রোগ নিয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা থেকে গিয়েছে। কুষ্ঠ রোগীদের সঙ্গে আপনজনরাই অস্পৃশ্যের মত আচরণ করে। পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলাতে বহু কুষ্ঠ রোগী আছে। এই জেলায় সমাজের কাছে পরিত্যাজ্য সেই কুষ্ঠ রোগীদের নিরাপদ আশ্রয় হল ডাবর বলরামপুরে অবস্থিত নব কুষ্ঠাশ্রম।
মোট ৪০ একর জমি নিয়ে গড়ে উঠেছে এই কুষ্ঠাশ্রমটি। বহু বছর ধরে তারা কুষ্ঠ রোগীদের সেবা-শুশ্রূষা করে চলেছেন। রোগী অথবা রোগীর পরিবারের থেকে কোনরকম আর্থিক সহযোগিতা ছাড়াই একেবারে নিজে উদ্যোগে এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আশ্রমটি চালাচ্ছে। তোদের একটাই লক্ষ্য, জেলায় কোন‌ও কুষ্ঠ রোগী যেন অবহেলিত অবস্থায় না থাকেন।
এই নব কুষ্ঠাশ্রমে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৩৫ জন রোগী থাকেন। তাঁদের খাওয়া দাওয়া, ওষুধ সব কিছুর দায়িত্বভার সামলায় এই স্বেচ্ছাসেবী সংস্থা। এই বিষয়ে ওই সংস্থার এক সদস্য জানান, কোনও কুষ্ঠ রোগী যদি এই আশ্রমে থাকতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে প্রথমে তাঁর পরিবারের লোকজন আশ্রমে এসে কথা বলে যান। এরপর যখন কোন‌ঝ নতুন সদস্য এই আশ্রমে আসেন তখন তিনি বাকি সদস্যদের একদিন আনন্দের সঙ্গে খাবার খাওয়ান। এই আনন্দ উৎসবকে তারা ভাই মিলন হিসাবে পালন করে থাকে।
advertisement
advertisement
আশ্রমে বসবাসকারী আবাসিকরা জানান, এখানে এসে তাঁরা সকলে খুব ভালো আছেন। পরিবারের লোকজন তাদেরকে বঞ্চিত করেছে সমস্ত কিছু থেকে। এই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের যথেষ্ট ভালো দেখভাল করে।
চিকিৎসকদের মতে, কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়। কিন্তু তারপরও কুষ্ঠ রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করে থাকে অনেকেই। আর সেই ভ্রান্ত ধারণার জন্যই ক্ষতিগ্রস্ত হন রোগীরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: পুরুলিয়ার কুষ্ঠ রোগীদের নিরাপদ আশ্রয় এই আশ্রম, আর্থিক সাহায্য ছাড়াই আপনজনের মত আগলে রাখে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement