East Bardhaman News: শ্বশুরের হাতে খুন হতে হয়েছিল জামাইকে! সেই দুষ্কৃতী আখড়া এখন পুনর্বাসন কেন্দ্র

Last Updated:

শ্বশুরের হাতে জামাই খুন হওয়ার পর জায়গাটির নাম হয়েছিল 'জামাইমারি সরান'! আদপে জায়গাটি দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের আখড়া হয়ে ছিল। কিন্তু সেটাই এখন পরিণত হয়েছে এক পুনর্বাসন কেন্দ্রে

পূর্ব বর্ধমান: একটা সময় ছিল যখন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই এলাকাকে গ্রাস করত আতঙ্ক। দুষ্কৃতী দলের দৌরাত্ম্যে বন্ধ হয়ে যেত মানুষজনের আনাগোনা। পথচারীদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের হত্যা করত কুখ্যাত ডাকাতের দল। এই আতঙ্কের জায়গাটির নামকরণের পিছনেও তাই বোধহয় লুকিয়ে আছে এক করুণ কাহিনী। ডাকাত শ্বশুরের হাতে রাতের অন্ধকারে অকালে জীবন দিতে হয়েছিল এক জামাইকে। আর তা থেকেই এই জায়গাটির নাম হয় 'জামাইমারি সরান'!
তবে গভীর রাতের শেষে পুব আকাশে যেমন দেখা দেয় রবির কিরণ, তেমনই এই জায়গাটিকে কলঙ্কমুক্ত করে তুলতে এগিয়ে আসেন ডাঃ হরমোহন সিংহ। তিনি এক সময় কাটোয়ার দাপুটে বিধায়ক ছিলেন। কিন্তু ১৯৮৮ সালে রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় সন্ন্যাস নিয়ে সমাজ সংস্কারে ব্রতী হন। নতুন কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন কাটোয়া শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই 'জামাইমারি সরান'-কে।
advertisement
এখানে গড়ে তোলেন সমাজের উপেক্ষিত অবহেলিত নাগরিকদের জন্য এক বিরাট পুনর্বাসন কেন্দ্র, যার নাম দেন 'আনন্দ নিকেতন'। শারীরিক ও মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম মানুষেরা এখানকার মুক্ত প্রাঙ্গনে নিজেদের পিছিয়ে পড়া বলে মনে করেন না। সমাজের নির্বাসিতদের আবার মূল স্রোতে ফিরিয়ে আনাই আনন্দ নিকেতনের আদর্শ ও মূল মন্ত্র।
advertisement
advertisement
পুনর্বাসন কেন্দ্রের যে বীজ ডাঃ হরমোহন সিংহ বপন করেছিলেন তা আজ মহীরূহে পরিণত হয়েছে। তাঁর তৈরি করা এই প্রতিষ্ঠান আজ কেবলমাত্র বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রতেই সীমাবদ্ধ নেই। এর ভিতরে গড়ে উঠেছে এক শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে স্পেশাল এডুকেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। এলাকার মানুষ ও এখানকার আবাসিকদের একসূত্রে বাঁধতে প্রতি বছর ৩১ জানুয়ারি এখানকার আবাসিকদের নিয়ে আয়োজিত হয় এক গ্রামীণ মেলা। যার নাম 'আনন্দনিকেতন গ্রামীণ মেলা'। যেখানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতের কাজ সকলের কাছে তুলে ধরা হয় বিভিন্ন স্টলের মাধ্যমে। এর পাশাপাশি আনন্দ নিকেতনের কর্মীরাও বিভিন্ন স্টল দিয়ে থাকেন। এই মেলা সাত দিন ধরে চলে। মেলায় যাত্রার আসরের পাশাপাশি লোকশিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।
advertisement
গত ১ জানুয়ারি মহানকর্মবীর ও কাটোয়ার প্রাক্তন বিধায়ক ডাঃ হরমোহন সিংহ প্রয়াত হয়। এই মহান কর্মযোগী নিজে না থাকলেও তাঁর জেদ, লক্ষ্যে অবিচল থাকার নিষ্ঠা, আদর্শ, জনদরদি মনোভাব মিশে রয়েছে আনন্দ নিকেতনের প্রতিটা কোনায়।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: শ্বশুরের হাতে খুন হতে হয়েছিল জামাইকে! সেই দুষ্কৃতী আখড়া এখন পুনর্বাসন কেন্দ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement