নাবালিকাদের বিয়ের পাশাপাশি নারী পাচারেও অন্যতম সামনের সারির জেলা পূর্ব মেদিনীপুর। জেলা পুলিস ও প্রশাসনের লাগাতার চেষ্টার পরও নাবালিকা বিয়ে রোখা যাচ্ছে না। জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে গড়ে ৫০ টি নাবালিকার বিয়ে ও ফুঁসলিয়ে নিয়ে গিয়ে পাচারের অভিযোগ জমা হয় পুলিশের কাছে। তমলুক, ময়না, এগরা, কাঁথি, পটাশপুর থানা এলাকায় এই ধরনের অভিযোগ সবচেয়ে বেশি। যা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ-প্রশাসনের কাছে রীতিমত চিন্তার বিষয়।নাবালিকা বিয়ে রুখতে ব্লকস্তরে বিডিও, থানার ওসি ও জনপ্রতিনিধিদের নিয়ে ধারাবাহিক মিটিংয়ের পরও এই ঘটনা আটকানো যাচ্ছে না।
advertisement
আরও পড়ুন: 'সুরক্ষা কবচ'-এ অংশ নিয়ে গ্রামযাত্রা শুরু 'দিদির দূত'-দের
এই অবস্থায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ তিন মাস ধরে এই নিয়ে আইনি সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা এই প্রসঙ্গে বলেন, "নাবালিকা বিয়ে, ফুসলিয়ে নিয়ে যাওয়ার মত ঘটনা পূর্ব মেদিনীপুরে প্রায়ই ঘটছে। এই ধরনের ঘটনায় রাশ টানা জরুরি। পাশাপাশি সাইবার ক্রাইম প্রতারণার ঘটনাও এখন বেড়েছে। এসব নিয়ে আমরা তিন মাসের বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছি। জেলার বিভিন্ন স্কুলে নবম ও দশম শ্রেণির পড়ুয়া এবং তাদের অভিভাবকদের নিয়ে এই আলোচনা হবে।"
সৈকত শী