Nadia News: 'সুরক্ষা কবচ'-এ অংশ নিয়ে গ্রামযাত্রা শুরু 'দিদির দূত'-দের
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
দিদির দূতরা গ্রামে যাওয়া শুরু করল। জোরকদমে চলছে প্রচার
#নদিয়া: সামনেই পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে রাজ্যের শাসদল তৃণমূল যেন এই ক্ষেত্রেও কিছুটা হলেও এগিয়ে থেকে দৌড় শুরু করল। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে তৃণমূল 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত দলের ছোট থেকে বড়, সব স্তরের নেতাকর্মীরা গ্রামে গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রিবাস করবেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনবেন।
এই কর্মসূচিতে অংশ নিয়েই বুধবার সকালে নবদ্বীপ বিধানসভার বাবলারি ব্লকে আসেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। বাবলারিতে পৌঁছে প্রথমে তিনি লক্ষ্মী প্রিয়া মন্দিরে পুজো দেন। এরপর এলাকায় জনসংযোগের কাজে যোগদান করেন। গুরুত্ব দিয়ে শোনেন এলাকাবাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা।
advertisement
advertisement
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে সভাধিপতির পাশাপাশি উপস্থিত ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ ব্লক সভাপতি কল্লোল কর, সঞ্জয় ঘোষ ছাড়াও বাবলারি পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। জনসংযোগের পর দুপুরে স্থানীয় তৃণমূল কর্মী সুনীল ঘোষের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন রিক্তা কুণ্ডু। রাতে স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ দত্তর বাড়িতে তাঁরা থাকবেন বলে জানা গিয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 6:45 PM IST