বাংলা সাহিত্যে বহু আলোচিত চরিত্র বিভূতিভূষণের সৃষ্টি তারানাথ তান্ত্রিক। এই চরিত্রের মাধ্যমে তন্ত্রসাধনার পাশাপাশি লোক ঠকানোর দৃশ্য ফুটে উঠেছে। যেখানে দেখা যায় তারানাথ তান্ত্রিক কোনও এক কারণে সাধনায় সিদ্ধি লাভ করতে পারেননি। তিনি কলকাতায় এসে শুরু করেন ক্ষমতার অপব্যবহার। শুধু সাহিত্যের চরিত্র না বর্তমানেও তন্ত্র সাধনার নামে যথেচ্ছ ভাবে চলে লোক ঠকানোর কারবার। বেশিরভাগ মানুষ না জেনে বুঝেই এইসব অসাধু তান্ত্রিকদের কবলে পড়েন। আর তাই মানুষকে সচেতন করতে দুর্গাপুজোর থিমে ফুটে উঠছে তন্ত্র সাধনা।
advertisement
আরও পড়ুন: পুজোর আনন্দ থেকে বঞ্চিত গোটা গ্রাম, কারণ জানলে বিস্মিত হবেন
খঞ্চি মিলন বীথি ক্লাবের এবারের দুর্গাপুজো ৪৮ বছরে পড়ল। তাদের এবারে পুজোর বাজেট ১৭ লক্ষ টাকা। বিগত বছর তাদের পুজোর থিম মানুষের মনে ধরেছে। পুজো উদ্যোক্তাদের দাবি, তাদের এবার এই তন্ত্রসাধনার থিম মানুষকে আকর্ষণ করবে। পুজো মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে দেবী এখানে রুদ্রাণী রূপে মুণ্ডাসনে বসে তন্ত্রসাধনা করছেন। মণ্ডপ সজ্জায় স্থান পেয়েছে পাট, পাকাটি, নেটের জাল, সুতলি দড়ি, লাল সুতো সহ প্রভৃতি জিনিস।
আরও পড়ুন: প্রতিমার কাঠামো বদলায় না কখনও এই ঠাকুর দালানের
খঞ্চি মিলন বীথি ক্লাবের সদস্য উত্তম ভক্তা জানান, ‘তাদের এবারে পুজোর উদ্বোধন পঞ্চমীর দিন বিকেলে। পুজোর দিনগুলিতে রক্তদান শিবির সহ একাধিক সমাজ সেবামূলক কাজের কর্মসূচি রাখা হয়েছে। প্রতিবছর তাদের পুজো মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। এবারও তার ব্যতিক্রম হবে না।’ খঞ্চি হাই স্কুল মাঠে বর্তমানে চলছে এই পুজোর শেষ মুহূর্তে প্রস্তুতি।
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023
সৈকত শী