Durga Puja 2023: পুজোর আনন্দ থেকে বঞ্চিত গোটা গ্রাম, কারণ জানলে বিস্মিত হবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
বিষাদের সুর পাঁশকুড়ার ডাবুয়া পুকুর গ্রামে। এই গ্রামে একমাত্র মহিলা পরিচালিত পুজো হয়। কিন্তু বৃষ্টির জল জমে থাকায় চিন্তায় পড়ে গিয়েছেন পুজো উদ্যোক্তারা
পূর্ব মেদিনীপুর: গোটা বাংলা পুজোর আনন্দে মেতে উঠেছে। চারিদিকে আলোর রোশনাই। কিন্তু উৎসবের আনন্দ এসে থমকে দাঁড়িয়েছে পাঁশকুড়ার ডাবুয়া পুকুর গ্রামে। এই গ্রামে যেন উৎসবের সময় অন্ধকার নেমে এসেছে। বৃষ্টি কারণে এখনও জলের তলায় গোটা গ্রাম। বৃষ্টি থেমে গেছে ১৫ দিন হলেও এখনও জল নামেনি। রাস্তায় কোথাও এক হাঁটু বা কোথাও তারও বেশি জল জমে।
আজ চতুর্থী। শুক্রবার ষষ্ঠী, মানে দুর্গাপুজো শুরু। তারই মাঝে বিষাদের সুর পাঁশকুড়ার ডাবুয়া পুকুর গ্রামে। এই গ্রামে একমাত্র মহিলা পরিচালিত পুজো হয়। কিন্তু বৃষ্টির জল জমে থাকায় চিন্তায় পড়ে গিয়েছেন পুজো উদ্যোক্তারা। জলের তলায় গ্রামের রাস্তাঘাট। এই কারণেই এখনও বাকি আছে প্রতিমা তৈরির কাজ ও মণ্ডপ তৈরির কাজ।
advertisement
advertisement
ডাবুয়া পুকুর গ্রামের বাসিন্দাদের জল পেরিয়ে যেতে হচ্ছে স্কুল-কলেজ, হাসপাতালে। মণ্ডপে প্রতিমা থাকলেও গ্রামে নেই উৎসবের আনন্দ উদ্দীপনা। এখানে সাত থেকে আটটি গ্রাম নিয়ে মহিলাদের পরিচালিত দুর্গাপুজো হয়। এ বছরও আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল। মণ্ডপ তৈরির কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। প্রতিমাও এসে গেলেও পুজো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে উদ্যোক্তাদের। মূলত নিকাশির অব্যবস্থার কারণেই এই পরিস্থিতি।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 3:27 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: পুজোর আনন্দ থেকে বঞ্চিত গোটা গ্রাম, কারণ জানলে বিস্মিত হবেন