TRENDING:

Purba Medinipur: প্রতিভা তুলে ধরতে জেলায় সরকারি উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতা

Last Updated:

সঙ্গীতের প্রসারে লক্ষ্যে ও জেলায় জেলায় নতুন সঙ্গীত প্রতিভা তুলে আনতে রাজ্য সরকারের উদ্যোগে জেলায় সঙ্গীত প্রতিযোগিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর : সঙ্গীতের প্রসারে লক্ষ্যে ও জেলায় জেলায় নতুন সঙ্গীত প্রতিভা তুলে আনতে রাজ্য সরকারের উদ্যোগে জেলায় সঙ্গীত প্রতিযোগিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায়- জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত প্রতিযোগিতা। মূলত জেলার নতুন সঙ্গীত শিল্পীদের তুলে আনতে এই প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পক্ষ থেকে জেলাস্তরে সঙ্গীত প্ৰতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হল।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলায় সঙ্গীত প্রতিযোগিতা আয়োজিত হয় তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয়ে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই ধরনের সঙ্গীতের মাধ্যমে। রবীন্দ্রসংগীত ও আধুনিক বাংলা গানের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সরকারের নির্দেশ মতন বয়স ছিল ১৭ থেকে ২৭ বছরের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ের সভাঘরে ৩০ অগাস্ট মঙ্গলবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়।

advertisement

আরও পড়ুনঃ ময়নাগড়ের দুর্গে প্রবেশ করতে পারেনি ইংরেজরা, যাবেন নাকি পুজোর ছুটিতে!

এছাড়া উপস্থিত ছিলেন জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকসহ সঙ্গীত প্রতিযোগিতার বিচারক গণ। পূর্ব মেদিনীপুর জেলার তথ্য সংস্কৃতিক আধিকারিক মহুয়া মল্লিক জানিয়েছেন, রবীন্দ্রসঙ্গীতে ২৬ এবং আধুনিক গানে ২০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে সাতজন ছিল প্রতিবন্ধী সঙ্গীত শিল্পী।

advertisement

View More

আরও পড়ুনঃ শিশুশিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল! অভিযোগ করেও হয়নি সুরাহা

জেলার সঙ্গীত শিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে এই প্রতিযোগীতার আয়োজন করা। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সঙ্গীত একাডেমীর পক্ষ থেকে জেলার সঙ্গীত প্রতিভা তুলে ধরতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। জেলার তথ্য সংস্কৃতিক আধিকারিক জানিয়েছেন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বিজয়ীদের নাম ও ঠিকানা জেলা তথ্য সংস্কৃতি দফতরে নথিভুক্ত থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: প্রতিভা তুলে ধরতে জেলায় সরকারি উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল