সারা বছরে গাঁদা ফুল চাষের পাশাপাশি শীতকালে ব্যাপক পরিমাণে চাষ হয় গাঁদা ফুলের। কারণ গাঁদা ফুল চাষ অন্যান্য ফুল চাষের চেয়ে অনেকটাই খরচ কম। বাণিজ্যিকভাবে পাঁশকুড়ায় এই গাঁদা ফুল চাষ হয়। এক বিঘা জমিতে এখানে অন্যান্য ফুল চাষ করতে খরচ হয় প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা সেখানে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকায় এক বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ হয়। এছাড়াও গাঁদা ফুল গাছের পরিচর্যা অন্যান্য ফুল গাছের চেয়েও অনেকটা কম। ফলে মজুরি কম লাগে। বছরের সারা সময় গাঁদা ফুল গড়ে ২০ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। এক বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করে আয় হয় দেড় থেকে দু লক্ষ টাকা। একবার গাছ লাগিয়ে বহু সময় ধরে ফুল পাওয়া যায় বলে গাঁদা ফুল চাষ লাভজনক।
advertisement
আরও পড়ুন - Sexiest Fan: কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই, রইল হট ফটো
আরও পড়ুন - Cyclone Update: ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট
পাঁশকুড়ায় শীতকালে চন্দ্রমল্লিকা ফুলের শোভা দেখতে পাওয়া যায় মাঠে মাঠে। তেমনি পাঁশকুড়ার উত্তর মেচগ্রাম পীতপুর মঙ্গলদারি সহ আশেপাশের গ্রামগুলির মাঠে গাঁদা ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। গাঁদা ফুল পুজো বা ডেকোরেশনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বাইরে ওড়িশা, চেন্নাই ব্যাঙ্গালুরু, মুম্বাই বিভিন্ন জায়গায় পাড়ি দেয় পাঁশকুড়া থেকে।
Saikat Shee