TRENDING:

Unique Museum: দিঘা গেলে একবার ঢুঁ মেরে আসুন নিউজ পেপার মিউজিয়াম থেকে! দেওয়াল নয়, যেন ইতিহাসের পাতা

Last Updated:

East Medinipur Museum: মধুসূদন জানার মূল লক্ষ্য, নিউজ পেপার মিউজিয়ামের মাধ্যমে বর্তমান সময়কে সংবাদপত্রের গুরুত্ব কতটা, তা বোঝানো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খেজুরি, সৈকত শী: বাড়ির দেওয়াল না সংবাদপত্রের কোলাজ বুঝতেই পারবেন না। বাড়ির একটা ঘর আর সেখানেই বহু পুরনো ইতিহাস সযত্নে লালিত পালিত হচ্ছে। হয়ে উঠছে আস্ত মিউজিয়াম। আর এই মিউজিয়াম কোনও প্রাচীন নুড়ি পাথর খনিজ জিনিস দিয়ে নয়, এই মিউজিয়াম ঠাসা রয়েছে সংবাদপত্রে। ইতিহাসের যেন জ্বলন্ত দলিল তুলে ধরা হয়েছে। আর তাঁর একটাই কারণ বর্তমান প্রজন্মকে সংবাদপত্রের গুরুত্ব বোঝানো। সে লক্ষ্যে বাড়িতেই তৈরি করেছে সংবাদপত্রের মিউজিয়াম গৃহ শিক্ষক। অমূল‍্য সম্পদে ভরা খবরের কাগজ।
advertisement

একজন সাংবাদিক বহু পরিশ্রম করে খবরের সত‍্যতা যাচাই করে খবর সংগ্রহ করে। সাংবাদিকদের সেই পরিশ্রমকে সম্মান জানিয়ে গড়ে উঠেছে এই মিউজিয়াম। সকালে সযত্নে গ্রহন করার পর পরেরদিন সকালে পৌঁছে যায় ডাস্টবিনে। এমন কি খবর কাগজ বিছিয়ে বসা, কাঁচ পরিষ্কার, বোতল পরিষ্কার, ঠোঙা, খাওয়ার টেবিলে বিছানো সহ বিভিন্ন কাজে ব‍্যবহার করা হয়। কিন্তু খবরের কাগজ কতটা অমূল্য, তা বোঝাতে খেজুরির এক গৃহ শিক্ষক বাড়িতেই তৈরি করেছেন খবরের কাগজের মিউজিয়াম। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরের বাসিন্দা মধুসূদন জানা। পেশা অন্য হলেও নেশা সংবাদপত্র সংগ্রহ করা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদপত্র সংগ্রহে রয়েছে তার।

advertisement

আরও পড়ুন: হাতের নিখুঁত টেকনিকে তৈরি মচমচে হাতঝাড়া পিঠে, সঙ্গে মুরগির পাতলা ঝোল! রইল জিভে জল আনা রেসিপি

বাড়িতেই তৈরি করেছেন সংবাদপত্রের একটি মিউজিয়াম। বর্তমান প্রজন্মকে বোঝাচ্ছেন সংবাদপত্র কতটা গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে। বলা যায় শিক্ষা সংস্কৃতির মেরুদণ্ড হল এই খবরের কাগজ। সেই মূল‍্যহীন কাগজের মধ্যে যে অমূল্য সম্পদ ভরা রয়েছে, সেই তথ‍্য গুলি তুলে ধরতে চেয়েছেন জনসমক্ষে। খবরের কাগজে যে সব তথ‍্য থাকে, তা কতটা গুরুত্বপূর্ণ বোঝা যায় সংরক্ষণের মাধ্যমে। এই সংরক্ষণ নিয়ে একটি মিউজিয়াম তৈরি তৈরি করেছেন দীর্ঘ ১২ বছর ধরে। মিউজিয়ামের নাম “অমূল‍্য সম্পদে ভরা খবরের কাগজ”। এই মিউজিয়ামের মূল উদ্দেশ্য সংবাদের মূল‍্য, সাংবাদিকের মূল‍্য এবং সর্বোপরি খবর কাগজের মূল‍্য সমাজের কাছে বোঝানোর চেষ্টা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা গেলে একবার ঢুঁ মেরে আসুন নিউজ পেপার মিউজিয়াম থেকে! দেওয়ালে জীবন্ত ইতিহাস
আরও দেখুন

পত্র পত্রিকার ভিতরে কী অসীম ক্ষমতা সম্পন্ন তথ্যচিত্র লুকানো থাকে, তা তুলে ধরা হয়েছে মিউজিয়ামে। প্রায় ৭০ থেকে ৮০বছরের পুরনো খবর কাগজ সংগ্রহ করে তৈরি করা হয়েছে মিউজিয়ামটি। ১২১ রকমের পত্র পত্রিকা সংগ্রহ করা রাখা হয়েছে। শুধু তাই নয়। ১০ টি ভাষায় পত্র পত্রিকার ওপর তৈরি হয়েছে মিউজিয়ামটি। মিউজিয়ামে রয়েছে জওহরলাল নেহেরুর প্রথম পতকা, মহাত্মা গান্ধীর শেষ অনশন ও অসহযোগ আন্দোলনের বৈঠক, কলকাতাতে যেদিন প্রথম ট্রাম চলা, ১৯৫০ সালে প্রথম প্রজাতন্ত্র দিবস সহ নানান গুরুত্বপূর্ণ দিনের ঘটনাবলীর সংবাদপত্র। মধুসূদন জানার মূল লক্ষ্য, বর্তমান সময়কে সংবাদপত্রের গুরুত্ব কতটা তা বোঝানো। তার জন্যই এই এই নিউজ পেপার মিউজিয়াম।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Museum: দিঘা গেলে একবার ঢুঁ মেরে আসুন নিউজ পেপার মিউজিয়াম থেকে! দেওয়াল নয়, যেন ইতিহাসের পাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল