কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কৃষ্ণচন্দ্রপুরে এবার তৈরি হচ্ছে স্বপ্নের স্টেডিয়াম। যা নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য। কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের এই মাঠটি জেলার বড় খেলাধূলার জন্য ব্যবহৃত হয় সবসময়।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কৃষ্ণচন্দ্রপুরে এবার তৈরি হচ্ছে স্বপ্নের স্টেডিয়াম। যা নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য। কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের এই মাঠটি জেলার বড় খেলাধূলার জন্য ব্যবহৃত হয় সবসময়।
প্রচুর মানুষজন এই মাঠে আসতেন। কিন্তু এতদিন তারা বসে খেলা দেখতে পেতেন না। স্কুলের ছেলে-মেয়েদের ও অসুবিধা হত। সেই জায়গা থেকে এবার স্টেডিয়াম তৈরি হওয়ায় খুশি বলে জানিয়েছেন কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি।
নতুন বছরে জানুয়ারির ২ তারিখে এই স্টেডিয়াম খুলে যাবে সকলের জন্য। স্থানীয় মানুষজন টেলিভিশনের পর্দায় দেখেছেন বড় বড় স্টেডিয়াম, গ্যালারিতে বসে হাজার হাজার দর্শকের খেলা দেখার দৃশ্য। কিন্তু সেই ছবি যেন ছিল শুধুই স্বপ্ন, যা বাস্তবে কখনও ছুঁয়ে দেখার সুযোগ ছিল না।
advertisement
advertisement
আর এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। এতদিন যেখানে খেলা মানেই ছিল মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন খেলা দেখা। আর সেই মাঠেই চলছে গ্যালারি তৈরির কাজ।
এই গ্যালারিতে ৫ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। যদিও আগে যে সমস্ত স্টেডিয়াম তৈরি হয়েছিল সেগুলি এখন ভাল অবস্থায় নেই। ফলে সেগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নতুন এই স্টেডিয়াম নিয়ে বর্তমানে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ তুঙ্গে। তাঁরা প্রায় যাচ্ছেন এই স্টেডিয়াম দেখতে। এলাকার মানুষজন জানিয়েছেন স্টেডিয়াম দেখেছেন এলাকায়। কিন্তু এইরকম গ্যালারি স্থানীয় স্টেডিয়ামগুলিতে নেই, নতুন এই গ্যালারিসহ স্টেডিয়াম তৈরি হওয়ার ফলে খুশি সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 7:36 PM IST









