TRENDING:

Purba Medinipur News: জেলার হস্তশিল্পের প্রসার ও বিকাশে কারু ও হস্তশিল্প প্রতিযোগিতা

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার হস্তশিল্পের প্রসার ও বিকাশের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল হস্তশিল্প প্রতিযোগিতা। ১৯ অক্টোবর বুধবার এই প্রতিযোগিতা আয়োজিত হয় জেলা প্রশাসন কার্যালয়ের সভাগৃহে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার হস্তশিল্পের প্রসার ও বিকাশের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল হস্তশিল্প প্রতিযোগিতা। ১৯ অক্টোবর বুধবার এই প্রতিযোগিতা আয়োজিত হয় জেলা প্রশাসন কার্যালয়ের সভাগৃহে। চারটি বিভাগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। প্রথম বিভাগ হল মাদুর শিল্প। দ্বিতীয় পট শিল্প। তৃতীয় বিভাগ হল হর্ন শিল্প অর্থাৎ মোষের শিং থেকে তৈরি জিনিসপত্র। চতুর্থ ও শেষ বিভাগ হল অন্যান্য। চারটি বিভাগে মোট ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
advertisement

এই দিন জেলা চারু হস্তশিল্প মেলার প্রতিযোগিতার সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকগণ। জেলা প্রশাসন সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রভাব রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ জেলার একমাত্র প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোলাঘাট অঞ্চলে মোষের শিং অর্থাৎ হর্ণ শিল্পের প্রভাব রয়েছে। আবার চন্ডিপুর ব্লকে পট শিল্পের প্রভাব রয়েছে। এগরা, পটাশপুর অঞ্চলে মাদুর শিল্পের প্রচলন রয়েছে। এই শিল্পীদের তৈরি জিনিসপত্রের সুষ্ঠুভাবে বিপণন বিপণনের মাধ্যমে তাদের জীবন জীবিকা তৈরি করার পরিকাঠামো গড়ে তুলতে সচেষ্ট জেলা ক্ষুদ্র কুটির শিল্প দফতর। তাই সরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা মেলা অনুষ্ঠিত হয় এই হস্তশিল্পীদের উৎসাহ দিতে।

advertisement

View More

আরও পড়ুনঃ প্রশাসন চুপ! বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল গ্রামবাসীরাই

আরও বেশি করে এই শিল্পকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ বলে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা ক্ষুদ্র কুটির শিল্প দফতর সূত্রে বলে জানা যায়। এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় জানান প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভকারীরা রাজ্যস্তরে প্রতিযোগিতায় সুযোগ পাবেন।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: জেলার হস্তশিল্পের প্রসার ও বিকাশে কারু ও হস্তশিল্প প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল