এই দিন জেলা চারু ও হস্তশিল্প মেলার প্রতিযোগিতার সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকগণ। জেলা প্রশাসন সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রভাব রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ জেলার একমাত্র প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোলাঘাট অঞ্চলে মোষের শিং অর্থাৎ হর্ণ শিল্পের প্রভাব রয়েছে। আবার চন্ডিপুর ব্লকে পট শিল্পের প্রভাব রয়েছে। এগরা, পটাশপুর অঞ্চলে মাদুর শিল্পের প্রচলন রয়েছে। এই শিল্পীদের তৈরি জিনিসপত্রের সুষ্ঠুভাবে বিপণন ও বিপণনের মাধ্যমে তাদের জীবন জীবিকা তৈরি করার পরিকাঠামো গড়ে তুলতে সচেষ্ট জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর। তাই সরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয় এই হস্তশিল্পীদের উৎসাহ দিতে।
আরও পড়ুনঃ প্রশাসন চুপ! বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল গ্রামবাসীরাই
আরও বেশি করে এই শিল্পকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ বলে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর সূত্রে বলে জানা যায়। এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় জানান প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারীরা রাজ্যস্তরে প্রতিযোগিতায় সুযোগ পাবেন।
Saikat Shee