Purba Medinipur News: প্রশাসন চুপ! বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল গ্রামবাসীরাই

Last Updated:

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। প্রতিনিয়ত চলাফেলাতে বিপত্তির সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। এবার নিজেদের রাস্তায় নিজেরাই ছাড়া এর উদ্যোগ নিল কোলাঘাটের দেউলিয়া বাজার ও মান্দারগাছিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন।

+
রাস্তার

রাস্তার কাজে হাত লাগিয়েছে গ্রামবাসীরা

#কোলাঘাট : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। প্রতিনিয়ত চলাফেলাতে বিপত্তির সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। এবার নিজেদের রাস্তায় নিজেরাই ছাড়া এর উদ্যোগ নিল কোলাঘাটের দেউলিয়া বাজার ও মান্দারগাছিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন। কোলাঘাটের দেউলিয়া বাজার ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে একটি বাইপাস রাস্তা গেছে মেছাদা স্টেশন পর্যন্ত। প্রতিদিন নিত্য প্রয়োজনে তহলা, নহলা, মান্দারগাছিয়া ও দেউলিয়া সহ আশেপাশের গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করার প্রতিদিনই বিপত্তির মুখে পড়তে হয় সাধারণ গ্রামবাসী থেকে অফিস যাত্রী স্কুল ছাত্র ছাত্রী প্রত্যেককেই। কারণ এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। দেউলিয়া বাজার থেকে মন্দারগাছিয়া হয়ে মেছেদা যাওয়ার বাই পাস রাস্তার বেহাল অবস্থা। বেশ কিছু বছর আগে হলদিয়া উন্নয়ন পর্ষদ (HDA) এই রাস্তাটি পিচ দিয়ে পাকা করে দেয়।
advertisement
আরও পড়ুনঃ জেলার একমাত্র প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না করার জন্য বেশ কিছু গ্রামের সাধারণ মানুষের চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছে। তাই এদিন মন্দারগাছিয়া গ্রামের প্রায় ৩০জন যুবক নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তার ধারে জঙ্গল পরিষ্কার করে এবং মেরামতির জন্য সাধারন মানুষের সাক্ষর সংগ্রহ করে। কয়েক হাজার সাক্ষর সহ একটি আবেদপত্র পূর্ব মেদিনীপুর জেলা পূর্ত দফতরের আধিকারিক এর হাতে তুলে দেওয়ার কথা জানান মান্দারগাছিয়া গ্রামের বাসিন্দা দীপক পাত্র।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাঁশকুড়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই অভিযুক্ত গ্রেফতার
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় প্রতিটি প্রান্তেই বেহাল রাস্তা নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। কোথাও সাধারণ মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কোথাও আবার রাস্তার দাবীতে রাস্তা কেটে বিক্ষোভ। এবার গ্রামবাসীরা নিজেরাই বেহাল রাস্তা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষনে গণস্বাক্ষর সংগ্রহ করার পাশাপাশি রাস্তা পরিষ্কার মেরামত করল।
advertisement
 
 
 
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: প্রশাসন চুপ! বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল গ্রামবাসীরাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement