Purba Medinipur News: পাঁশকুড়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই অভিযুক্ত গ্রেফতার

Last Updated:

পাঁশকুড়ার বিস্ফোরণ স্থলে ফরেনসিক টিম। মৃত কিশোরের পরিবারের এনআইএ তদন্তের দাবি। মঙ্গলবার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শব্দবাজি বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোর ও এক মহিলার। চার দিনের মাথায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল।

+
পাঁশকুড়া

পাঁশকুড়া থানা

#পাঁশকুড়া : পাঁশকুড়ার বিস্ফোরণ স্থলে ফরেনসিক টিম। মৃত কিশোরের পরিবারের এনআইএ তদন্তের দাবি। মঙ্গলবার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শব্দবাজি বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোর ও এক মহিলার। চার দিনের মাথায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল। বিকাল তিনটে নাগাদ ৩ প্রতিনিধির টিম এসে নমুনা সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে সব রকম নমুনা সংগ্রহ করেছে তারা। বাজি তৈরি করার বারুদ, বিস্ফোরণ স্থলের মাটি, শব্দবাজি তৈরি করার সরঞ্জাম সংগ্রহ করেন ফরেনসিক দল। ওই বিস্ফোরণের ফলে মৃত নবম শ্রেণীর কিশোর শম্ভু (প্রদীপ) সামন্ত-এর পরিবার দাবি করেন পুলিশ সঠিক তদন্ত করছে না।
চার দিন কেটে যাওয়ার পরে যার বাড়িতে শব্দবাজি তৈরি হয় সেই মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা পলাতক। তবে পুলিশ তার দুই ছেলেকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানা এলাকার চিলকা থেকে। তাই সঠিক তদন্তের জন্য এনআইএ তদন্ত চাই। পাঁশকুড়ার সাধুয়াপোতার বিস্ফোরণ কান্ডে গ্রেফতার শ্রীকান্ত ভক্তার দুই ছেলে অতনু সান্তনু ভক্তা।
advertisement
আরও পড়ুনঃ মোবাইল টাওয়ার বসানোর নাম করে আর্থিক প্রতারণা! হল না শেষরক্ষা
পাঁশকুড়ার সাধুয়াপোতার বাজি কারখানায় বিস্ফোরণ কান্ডের চারদিন পর শুক্রবার রাতে চিলকা থেকে গ্রেফতার করে, ধৃতদের আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়। তবে মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা এখনো পলাতক। দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এদিন পাঁশকুড়াতে সংবাদ মাধ্যমের মুখোমুখি পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদার জানান, মূল অভিযুক্ত এখনো পলাতক হলেও ওই বিস্ফোরণ ঘটনায় অন্য দুই অভিযুক্ত কে গ্রেফতার করে এদিন পূর্ব মেদিনীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
 
মূল ঘটনা তদন্তের জন্য এই দুই অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তবে পাঁশকুড়া বাজি কারখানায় বিস্ফোরণে মৃত নাবালক প্রদীপ সামন্তের মা পরিবার এই ঘটনার সঠিক তদন্তের জন্য NIA তদন্তের দাবি করেছেন।
advertisement
 
 
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পাঁশকুড়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই অভিযুক্ত গ্রেফতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement