Purba Medinipur News: লাভজনক মাছ চাষের মাধ্যমে নন্দীগ্রামে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য

Last Updated:

কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী ঈষদ নোনা জলের মাছ , চিংড়ি ও কাঁকড়া বাণিজ্যিক চাষে অভিনব উদ্যোগ নন্দীগ্রামে।

+
বক্স

বক্স ক্রাব পদ্ধতিতে কাঁকড়া চাষ

#নন্দীগ্রাম : কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী ঈষদ নোনা জলের মাছ , চিংড়ি ও কাঁকড়া বাণিজ্যিক চাষে অভিনব উদ্যোগ নন্দীগ্রামে। ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার নন্দীগ্রাম ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে নন্দীগ্রাম একুয়া ফার্মার্স ওয়েল ফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ও সামুদ্রিক পণ্য রফতানি উন্নয়ন সংস্থা (MPEDA- NACSA) সহযোগীতায় কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য ঈষদ নোনা জলের বাণিজ্যিক মাছ, চিংড়ি ও কাঁকড়া চাষ বিষয়ক উন্নত ব্যবস্থা গ্রহণে জোর দেওয়া হল।
এদিনের পুকুর ভেড়িতে মাছ চিংড়ির সঙ্গে সঙ্গে অভিনব বক্স-ক্রাব- পদ্ধতিতে কাঁকড়া চাষ সহ বিস্তির্ণ নন্দীগ্রাম এলাকার অপার সম্ভবনার বানিজ্যিক জলজ চাষের ক্ষেত্র গুলি ঘুরে দেখেন এবং মাছ চাষিদের সাথে মত বিনিময় করেন নন্দীগ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমিতা সেনগুপ্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু। প্রায় পঞ্চাশের বেশি মাছ-চিংড়ি-কাঁকড়া চাষির সঙ্গে মাছ চাষের অভিনব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মোবাইল টাওয়ার বসানোর নাম করে আর্থিক প্রতারণা! হল না শেষরক্ষা
মাছ চাষি সেখ নাজমুল হোসেন, অনুপ কুমার মন্ডল , সঞ্জয় মাইতি, মেহেরাজ আলি খান, মীর জানে আলম প্রমুখ চাষি বলেন ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে একেবারে ফিল্ডে এসে মাছ- চিংড়ি-কাঁকড়া চাষিদের সঙ্গে কথা বলা চাষের ক্ষেত্র গুলি সরিজমিন দেখায় নন্দীগ্রাম এলাকার মাছ চাষিরা উৎসাহিত আনন্দিত। মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু জানান, বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছচাষিদের একত্রিত করে চাষের প্রযুক্তিগত সহায়তা সরকারি প্রকল্প রূপায়নের মাধ্যমে টেকসই চাষআবাদ এবং সরকারি নজরদারির মাধ্যমে সুষ্ঠু জলজ চাষের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক উন্নয়নই লক্ষ্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বেপরোয়া গতির বলি শিশু! রাস্তায় অবরোধ বিক্ষোভ
নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি বলেন ইতিমধ্যে কেরালার জনপ্রিয় ক্যারিমীন মাছের পরীক্ষামূলক চাষ মাছ চাষিরা শুরু হয়েছে, মাছ চাষিদের নিয়ে মৎস্য উৎপাদক গোষ্টি গঠিত হচ্ছে, আগামীতে ব্লক মৎস্য বিভাগের তত্বাবধানে আরো নতুন নতুন উদ্যোগ গ্রহন করা হবে। মাছচাষিদের প্রশাসন পাশে থাকার বার্তা দেন নন্দীগ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমিতা সেনগুপ্ত।
advertisement
 
 
 
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: লাভজনক মাছ চাষের মাধ্যমে নন্দীগ্রামে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement