গ্রামবাসীদের প্রত্যেক দুঃস্থ পরিবারের মায়েরা ও শিশুরা এখান থেকে স্বাস্থ্যকর খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার আশা করে। কিন্তু তার উল্টো ছবি পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পাহাড়িচক গ্রামে যুগেরযাত্রী ক্লাবে গড়ে ওঠা ২৩৬ নং ICDS সেন্টারটি। গত আমফান ঝড়ে ভয়ানক ক্ষতি হয় এটির। এই সেন্টারে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কুড়ি। গর্ভবতী মায়ের সংখ্যা ৩০ জন।
advertisement
আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতে প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিশেষ কর্মশালা
প্রতিদিন ৫০ জনের রান্না হয়। নন্দকুমার ব্লকের পাহাড়িচক, গিরিশ চক, বাগডোবা জলপাই সহবেশ কয়েকটি গ্রামের মানুষ এই আই সি ডি এস কেন্দ্রের উপর নির্ভর করে। এই আইসিডিএস কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার অভিযোগ আইসিডিএস কেন্দ্রের নতুন ভবনের জন্য বারংবার আবেদন নিবেদন করেছেন তারা তবে প্রশাসন কর্ণপাত করেনি।
আরও পড়ুনঃ গেঁওখালি গিয়েছেন? ঘুরে আসতে পারেন দুর্গা পূজোর ছুটিতে
এই আইসিডিএস কেন্দ্রের বিষয়ে নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সীর কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বা আইসিডিএস কেন্দ্রটি একটি ক্লাব ঘরে চালু হয়েছিল। জায়গা সংক্রান্ত সমস্যার কারণে নতুন ভবন নির্মাণ করা যায়নি। জায়গা সংক্রান্ত সমস্যা দ্রুতই মিটবে। তিনি জানান, ওই আইসিডিএস কেন্দ্রটি নতুন ভাবে তৈরি হবে।
Saikat Shee