পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি মাসে গড়ে প্রায় ৩০ থেকে ৩২টি পথদুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাগুলিতে প্রাণ যায় পথচলতি সাধারণ মানুষ, বাইক আরোহী থেকে গাড়িচালকদের। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জেলা জুড়ে পথদুর্ঘটনা কমাতে তৎপর হয়। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমেছে।
আরও পড়ুনঃ পিকনিক করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! সিলিন্ডার ফেটে জ্বলছে বাড়ি, পুড়ে ছাই, অল্পের জন্য রক্ষা…!
advertisement
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, আগে জেলায় প্রতি মাসে গড়ে দুর্ঘটনা ঘটতো ৪০ থেকে ৪৫টি। সেখানে চলতি বছর প্রতি মাসে গড়ে পথদুর্ঘটনার সংখ্যা কিছুটা কমে ৩০-৩২ নেমে এসেছে। জেলা জুড়ে পথ দুর্ঘটনা কমাতে আরও উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। দুর্গাপুজায় তারই সুফল মিলেছে।
ট্রাফিক বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুর্গাপুজার সময় পথে ছোট বড় সব মিলিয়ে দুর্ঘটনার সংখ্যা ৪০-৪৫টি। যেখানে শেষ বছর অর্থাৎ ২০২৪ সালের দুর্গাপুজোর দিনগুলিতে পথদুর্ঘটনার সংখ্যা ছিল ৬০-৬৫টা। সেই জায়গায় চলতি বছর পথদুর্ঘটনায় মৃত্যুর হার কম। জেলা জুড়ে পথ দুর্ঘটনায় দুর্গাপুজোর দিনগুলিতে আটজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে তমলুক মহাকুমায় ৬ জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের মধ্যে একজন মন্দারমনির ও একজন দিঘা মোহনা থানা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জেলা পুলিশের অ্যাডিশনাল ট্রাফিক পুলিশ সুপার শ্যামল মণ্ডল জানিয়েছেন, ‘দুর্গাপুজার সময় রাস্তায় পুলিশের তৎপরতায় নির্বিঘ্নে পুজো কেটেছে। কমিয়ে আনা সম্ভব হয়েছে দুর্ঘটনার সংখ্যা। চলতি বছর দুর্ঘটনা অন্যান্য বছরের তুলনায় কম’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে একাধিক পর্যটন কেন্দ্র ও শিল্প শহর থাকায় রাস্তাঘাটে মালবাহী ও যাত্রীবাহী গাড়ির সংখ্যা সব সময় বেশি থাকে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা বর্তমানে রাজ্যের বৃহত্তম মৎস্য উৎপাদন ক্ষেত্র। ফলে প্রতিদিন বহু মাছের গাড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিন জেলা ও ভিন রাজ্যে যাচ্ছে। সব মিলিয়ে জেলা জুড়ে বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কে দুর্ঘটনার প্রবনতা লক্ষ্য করা যায়। জেলা জুড়ে দুর্ঘটনা কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে ট্রাফিক বিভাগ। আর সেই উদ্যোগ কাজে লেগেছে। জেলা জুড়ে কমছে দুর্ঘটনার হার। পুজোয় পুলিশের তৎপরতায় অনেকটাই কমল দুর্ঘটনা।