দুঃখের দশমী শেষে 'কুম্ভ মেলা'য় মাতলেন আদিবাসী সম্প্রদায়! দ্বাদশীতে বেলপাহাড়িতে সাঁওতালদের জনসমুদ্র, জানুন 'এই' মেলার বিশেষত্ব
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Belpahari Santal Fair: দুঃখের দশমী শেষে ঝাড়গ্রামের বেলপাহাড়ির ওড়গোন্দা ভৈরব মন্দির লাগোয়া প্রান্তরে আয়োজিত হয় আদিবাসীদের মিলন মেলা। কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি। একাদশী এবং দ্বাদশী তিথিতে এলাকাটি কার্যত সাঁওতালদের জনসমুদ্রে পরিণত হয়।
ঝাড়গ্রাম, রাজু সিং: ওড়গোন্দার ভৈরব মন্দির হল সাঁওতালদের দেবতা মারাংবুরুর থান। একাদশীর দিন সেখানেই শুরু হয় দু’দিনের মিলন মেলা। তবে শেষ দিনে অর্থাৎ দ্বাদশী তিথিতে এলাকাটি কার্যত সাঁওতালদের জনসমুদ্রে পরিণত হয়। দুঃখের দশমী শেষে ঝাড়গ্রামের বেলপাহাড়ির ওড়গোন্দা ভৈরব মন্দির লাগোয়া প্রান্তরে আয়োজিত আদিবাসীদের মিলন মেলায় এই রীতি চলে আসছে কয়েকশো বছর ধরে।
এবছর প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে গোটা মাঠ জুড়ে জল কাদা ভোরে রয়েছে। প্রকৃতি না সহায় হলে মিলন মেলা সম্পন্ন হওয়া কার্যত অসম্ভব। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই সাঁওতাল সমাজের মানুষ আসতে শুরু করেছেন মেলায়। যুগ যুগ ধরে দশমী শেষে জঙ্গলমহলের বেলপাহাড়ির ওড়গোন্দা ভৈরব মন্দির পরিণত হয় আদিবাসীদের মিলন মেলায়। এ রাজ্যের পাশাপাশি, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসম-সহ বিভিন্ন দেশ থেকেও হাজার হাজার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আসেন এই মেলায়।
advertisement
আরও পড়ুনঃ পিকনিক করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! সিলিন্ডার ফেটে জ্বলছে বাড়ি, পুড়ে ছাই, অল্পের জন্য রক্ষা…!
সাঁওতাল সংস্কৃতিতে এটাই কার্যত আদিবাসীদের কুম্ভ মেলা। স্থানীয়েরা একে বলেন পাটাবিঁধা মেলা। দ্বাদশী তিথিতে মেলা শেষ হয়। সাঁওতাল সম্প্রদায়ের সবথেকে জনপ্রিয় এবং প্রাচীন মন্দির হল ওড়গোন্দার ভৈরব মন্দির। স্থানীয় বাসিন্দা বিমল মুর্মু বলেন, একাদশী ও দ্বাদশীর ওড়গোন্দার বাবা ভৈরব মন্দিরে আন্তর্জাতিক মেলা হয়। নেপাল, বাংলাদেশ থেকেও আদিবাসী জনগোষ্ঠীর লোকেরা যোগ দেন এখানে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিসর্জনের শোভাযাত্রায় ভিলেজ পুলিশের ‘গুণ্ডামি’! শব্দবাজি ফাটানো নিয়ে হুলুস্থুল কাণ্ড, ঠিক কী ঘটেছে রামপুরহাটে? জানুন
জনশ্রুতি, প্রাচীনকালে জঙ্গলমহলের সাঁওতালদের বলা হত যদুবংশী। তাদের প্রবল পরাক্রমী রাজা ছিলেন হুদুড়দুর্গা। হুদুড়ের মৃত্যুর পরে যদুবংশী পুরুষদের নির্বিচারে হত্যা করেন দেবাংশীরা। যদুবংশীদের উৎখাত করে এলাকা দখল করে নেন তারা। সেই থেকে দুর্গাপুজোর চারদিন রাজা হুদুড়ের মৃত্যুতে শোকপালন করেন সাঁওতালেরা। শোকাবহ সেই ‘দাঁসায়’ পরবের শেষে দিন গ্রামে গ্রামে পুরুষেরা স্ত্রী সেজে ভিক্ষে চায়। শোকসভার মধ্যে দিয়ে শেষ হয় পরব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
October 04, 2025 3:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুঃখের দশমী শেষে 'কুম্ভ মেলা'য় মাতলেন আদিবাসী সম্প্রদায়! দ্বাদশীতে বেলপাহাড়িতে সাঁওতালদের জনসমুদ্র, জানুন 'এই' মেলার বিশেষত্ব