পিকনিক করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! সিলিন্ডার ফেটে জ্বলছে বাড়ি, পুড়ে ছাই, অল্পের জন্য রক্ষা...!

Last Updated:

Basirhat House Fire: পিকনিকের রান্না করতে গিয়ে হঠাৎই কী করে ঘরের ভিতরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরেই গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে যায়। ঘরে থাকা সমস্ত আসবাবপত্র-সহ দুটি বাইক পুড়ে ছাই হয়ে যায়।

পিকনিক করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন
পিকনিক করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: পিকনিক করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন। পুড়ে ছাই হয়ে গেল বাড়ির আসবাবপত্র-সহ দুটি বাইক। অল্পের জন্য রক্ষা পেল তিনটে প্রাণ। শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বসিরহাটের পঞ্চানন তলা এলাকায়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পঞ্চানন তলা এলাকায় বিপ্লব কুলভি নামে এক ব্যক্তির বাড়িতে হচ্ছিল পিকনিক। বাড়ির ছেলে এবং আরও কয়েকজন মিলে পিকনিকের রান্না করছিলেন। সেই সময় হঠাৎই কী করে ঘরের ভিতরে আগুন ধরে যায়। রান্না ফেলে সকলে মিলে দৌড়ে বাড়ির বাইরে চলে আসেন। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরেই গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে যায়। ঘরে থাকা সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে দুটি বাইক পুড়ে ছাই হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ১ মিনিটের সাইক্লোন! লণ্ডভণ্ড নদিয়ার হরিণঘাটা, ৩০-৩৫টি বাড়ি ধসল, ভাঙল পাঁচিল, সাংঘাতিক পরিস্থিতি এলাকায়
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় লোকজন। প্রথমে এলাকারবাসী জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে খবর দেওয়া হল দমকলে। ফায়ার বিগ্রেডের একটি ইঞ্জিন ঘটনারস্থলে আসে এবং জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েক মুহূর্তে যেন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি এড়ানো গিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পিকনিক করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! সিলিন্ডার ফেটে জ্বলছে বাড়ি, পুড়ে ছাই, অল্পের জন্য রক্ষা...!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement