বিসর্জনের শোভাযাত্রায় ভিলেজ পুলিশের 'গুণ্ডামি'! শব্দবাজি ফাটানো নিয়ে হুলুস্থুল কাণ্ড, ঠিক কী ঘটেছে রামপুরহাটে? জানুন

Last Updated:

Rampurhat Dashami Chaos: প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এক যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে। মুখে শব্দবাজি ফেটে গুরুতর জখম হন যুবক। অভিযুক্ত ভিলেজ পুলিশ সুজল মার্জিতকে গ্রেফতার করেছে মারগ্রাম থানার পুলিশ.

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে
প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবর: প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এক যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে। মুখে শব্দবাজি ফেটে গুরুতর জখম হন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দশমীর রাতে বিশৃঙ্খলা ছড়ায় বীরভূমের মাড়গ্রাম থানার চাঁদপাড়া গ্রামে। শব্দবাজি ফেটে গুরুতর জখম যুবকের হেমন্ত বাগদি। তাকে উদ্ধার করে প্রথমে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাএয়া হয়। সেখান থেকে যুবককে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। জানা যাচ্ছে, অভিযুক্ত ভিলেজ পুলিশের নাম সুজল মার্জিত।
এলাকাবাসীর অভিযোগ, হেমন্ত বাগদি যখন শব্দবাজি ফাটাচ্ছিলেন সেই সময় ওই ভিলেজ পুলিশ বাধা দেন। কিন্তু ওই যুবক বাধা না শোনার কারণে ভিলেজ পুলিশ শব্দবাজিটি যুবকের মুখের দিকে ছুড়ে দেয়। সেই সময় বাজি ফেটে গুরুতর জখম হন ওই যুবক। মুখে আঘাত লাগে তাঁর। এই ঘটনা সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মারগ্রাম থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
advertisement
আরও পড়ুনঃ দশমীতে রাবণ বধ! ১০১’তম বছরে ‘মিনি ইন্ডিয়া’য় জ্বলল লঙ্কাধীস, বাড়তি পাওনা হায়দরাবাদের আতশবাজি প্রদর্শনী, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকুন
অভিযুক্ত ভিলেজ পুলিশকে গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় লোকজন। মারগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত ভিলেজ পুলিশ সুজল মার্জিতকে গ্রেফতার করেছে। শুক্রবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে পেশ করেছে পুলিশ। যদিও অভিযুক্ত ভিলেজ পুলিশের দাবি, ‘মিথ্যা অভিযোগ এটা। বোমা ফাটানোর সময় আমি নিষেধ করেছিলাম। যুবকের হাত থেকে বোমাটা ফেলে দিয়েছিলাম, পরে গিয়ে ফেটে যায়’।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিসর্জনের শোভাযাত্রায় ভিলেজ পুলিশের 'গুণ্ডামি'! শব্দবাজি ফাটানো নিয়ে হুলুস্থুল কাণ্ড, ঠিক কী ঘটেছে রামপুরহাটে? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement