এদিন জানকীনাথ মন্দিরে এসে বিরোধী দল নেতা ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় পূজা ও আরতি করেন। প্রসঙ্গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসভাই মোদির ৭৩তম জন্মদিন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর জন্মদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়।
advertisement
দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিজেপির নেতাকর্মীদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এদিন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রায় পাঁচশ বছরের মন্দিরে পুজো দেন।
মন্দিরে পুজোর পাশাপাশি নন্দীগ্রাম বিজেপি দলের পক্ষ থেকে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা কেন্দ্রেরও আয়োজন করে নন্দীগ্রামের বিজেপি নেতাকর্মীরা। ওই দুটি শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা জানান, ‘ভারতের সবচেয়ে সফল যস্বশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তাঁর দীর্ঘায়ু কামনা করছি। তাঁর দৃঢ় নেতৃত্বে ভারতকে সঠিক পথে পরিচালিত হচ্ছে। আগামী দিনে ভারত আরও শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে তাঁর সুদৃঢ় নেতৃত্বে।’ নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জন্মদিনে মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা রাজ্যের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন।