PM Vishwakarma Yojana 2023: জন্মদিনেই দেশবাসীকে বিরাট 'উপহার' মোদির! 'বিশ্বকর্মা স্কিম' চালু প্রধানমন্ত্রীর! টাকা পাবেন কারা? জানুন রেজিস্ট্রেশনের নিয়ম
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
PM Narendra Modi 73rd Birthday : জন্মদিনে দেশকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দ্বারকায় 'যশোভূমি' উদ্বোধন করেন মোদি। পাশাপাশি চালু করেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা।
জন্মদিনে দেশকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দ্বারকায় 'যশোভূমি' উদ্বোধন করেন মোদি। পাশাপাশি চালু করেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। আজ বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ প্রকল্প চালু করেন। বিশ্বকর্মা যোজনার সঙ্গে জড়িত সেইসব সুবিধাভোগীদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
advertisement
১৮ ঐতিহ্যবাহী কারুশিল্পকে 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা'-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, হস্তশিল্পের দক্ষতা এবং হাতে তৈরি পণ্যের সঙ্গে ঐতিহ্যগতভাবে কাজ করার মাধ্যমে জড়িত লক্ষ লক্ষ পরিবারের জন্য আশার একটি নতুন রশ্মি হিসাবে আসছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, এই প্রকল্পের পাশাপাশি আজ দেশ আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র যশোভূমিও পেয়েছে।
advertisement
কেন্দ্রীয় সরকার 2023-24 কেন্দ্রীয় বাজেটে 'PM বিশ্বকর্মা' প্রকল্প চালু করার ঘোষণা করে। এই প্রকল্পের জন্য আর্থিক ব্যয় 2023-24 থেকে 2027-28 আর্থিক বছর পর্যন্ত ১৩,০০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। এর আওতায় বায়োমেট্রিক ভিত্তিক ‘পিএম বিশ্বকর্মা পোর্টাল’ ব্যবহার করে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ‘বিশ্বকর্মা’ অর্থাৎ দেশের যাবতীয় কারিগরদের বিনামূল্যে নাম রেজিস্ট্রেশন করা হবে।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা' প্রকল্পের সূচনা উপলক্ষে দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টারে বিশ্বকর্মার অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন আজ। তিনি বহু কারিগরের সঙ্গে সময় কাটিয়েছেন এবং মহিলা কারিগরদের কাছ থেকে তাঁদের দক্ষতা সম্পর্কে জেনেছেন সম্মানের সঙ্গে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, "কয়েকদিন আগে আমরা দেখেছি ভারত মণ্ডপ নিয়ে সারা বিশ্বে কী ভাবে আলোচনা হয়েছে। এই আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র-যশোভূমি এই ঐতিহ্যকে আরও জাঁকজমকের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে।" তাঁর কথায় , "গরিবের ছেলে মোদি তাঁর সেবক হয়ে এসেছেন যাঁর কাছে কেউ যায় না। সার্বিক মর্যাদার জীবন, সকলের সুযোগ-সুবিধা... এটাই মোদির গ্যারান্টি।"
advertisement
দেশের বিভিন্ন শিল্পী এবং হস্তশিল্পীদের সাহায্য করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এতে এই শিল্পীদের দুটি পর্যায়ে মাত্র ৫ শতাংশ সুদের হারে ঋণ পাওয়া যাবে। প্রথমে ১ লাখ এং পরে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রথম দফার ঋণের সময় ১৮ মাস এবং দ্বিতীয় দফার ঋণ পরিশোধ করার সময় থাকবে ৩০ মাস। এই শিল্পীদের দেওয়া হবে ‘স্কিল ডেভলপমেন্ট’ ট্রেনিং।
advertisement
advertisement
advertisement
advertisement