নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে প্রচুর চাষী ভিড় জমান। বেসরকারি কীটনাশক সংস্থার দাবি এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ জমিতে কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে। এক একর জমি স্প্রে করতে মাত্র ৬-৮ মিনিট সময় লাগবে ড্রোনের। পাশাপাশি, একবারে ১০ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন।
আরও পড়ুনঃ বিধায়ক না বিরোধী দলনেতা! কে হবেন পুজোর উদ্বোধক? তা নিয়ে ভোটাভুটি ক্লাব সদস্যদের
advertisement
ফলে খুব কম সময়ে ও কম খরচে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করা যাবে। জেলার চাষীরা এই প্রথম এ ধরনের প্রযুক্তি দেখতে ও ব্যবহার করার সুযোগ লাভ করছে বলেই জানান। আগামী দিনে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষ করার উৎসাহ লক্ষ্য করা গেল চাষীদের মধ্যে।
আরও পড়ুনঃ সর্বভারতীয় NEET পরীক্ষায় সাফল্য মহিষাদলের দেবাঙ্কিতার
অগ্নি নির্বাপন সহ নানা বিষয়ে ড্রোন ব্যবহার করা হলেও, কৃষি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ফলে চাষীদের যেমন কৃষি কাজ করার ক্ষেত্রে সময় বাঁচবে ঠিক তেমনি অত্যাধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে সুফল আনবে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে সর্বপ্রথম কৃষকদের ড্রোন প্রযুক্তির মাধ্যমে কীটনাশক স্প্রের প্রশিক্ষণ দেওয়া হল।
Saikat Shee