Purba Medinipur: বিধায়ক না বিরোধী দলনেতা! কে হবেন পুজোর উদ্বোধক? তা নিয়ে ভোটাভুটি ক্লাব সদস্যদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজোর উদ্বোধনের ফিতে কাটা নিয়ে দড়ি টানাটানি, ভোট তমলুকে। অক্টোবরের শুরুতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।
#পূর্ব মেদিনীপুর : পুজোর উদ্বোধনের ফিতে কাটা নিয়ে দড়ি টানাটানি, ভোট তমলুকে। অক্টোবরের শুরুতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বর্তমানে প্রতিটি বনেদি বাড়ি থেকে ক্লাবগুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। জেলায় জেলায় বিগ বাজেটের পুজোয় একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নানা আয়োজন। সেই আয়োজনের মধ্যে পড়ে দুর্গাপুজোর উদ্বোধন। এবার দুর্গাপূজোর উদ্বোধন কে করবে তা নিয়ে একটি ক্লাবে পুজো কমিটিদের মধ্যে ভোটাভুটি হয়ে গেল তমলুকের একটি ক্লাবে।
শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ভারত সংঘ ক্লাবে। এবারে তাদের পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। থিমের প্যান্ডেল থেকে প্রতিমা সবকিছুতেই চমক দেওয়ার পালা। কিন্তু পুজো শুরুর আগেই পুজোর উদ্বোধন কে করবে তা নিয়ে দ্বিধা বিভক্ত ক্লাবের সদস্যরা। আর তা নিয়ে নিজেরাই বসে ভোটাভুটির সিদ্ধান্ত নিল। ক্লাবের এক পক্ষ চাইছে শাসকদলের স্থানীয় বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র কে।
advertisement
আরও পড়ুনঃ চেকের পর চেক বাউন্স! কাঠগড়ায় উপপ্রধান
আবার আরেক পক্ষের দাবি পুজোর উদ্বোধন করুক রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৬ সেপ্টেম্বর সন্ধ্যেবেলা ক্লাবের সদস্যরা বসে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হল এবারের দুর্গাপূজার উদ্বোধন করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপূজার উদ্বোধন ঘিরে এই দড়ি টানাটানি নিয়ে শোরগোল তমলুকের নিমতৌড়ি জুড়ে। জেলায় এই প্রথম কোনও পুজো কমিটির পুজোর উদ্বোধন কে করবে তা নিয়ে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। যদিও ওই ক্লাবের দুর্গাপূজা কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষের দাবি তাদের ক্লাব সদস্যদের মধ্যে এ নিয়ে বর্তমানে কোনও বিবাদ নেই।
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
September 07, 2022 7:20 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: বিধায়ক না বিরোধী দলনেতা! কে হবেন পুজোর উদ্বোধক? তা নিয়ে ভোটাভুটি ক্লাব সদস্যদের