জমা জল কমলেও মাটির বাড়ী শুকনো হওয়ার সময় ধ্বস নেওয়া প্রবনতা বাড়ছে। আমন চাষ পুরোপুরি নষ্ট হলেও মাঠে জল জমে থাকায় দূষণের সমস্যার পাশাপাশি রবি শস্য চাষের সম্ভাবনা নেই বললেই চলে। আধার কার্ড, রেশন কার্ড সহ দলিলপত্র, রেকর্ড ইত্যাদি প্রয়োজনীয় নথী বিনষ্ট হওয়ায় রেশনের পাশাপাশি সরকারী অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার সমস্যা হচ্ছে। বই পত্র নষ্ট হয়ে যাওয়ায় লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা প্রকট হয়ে উঠেছে।
advertisement
বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস প্রমুখ বানভাসি এলাকা পরিদর্শন করে এইসব সমস্যার কথা জানিয়েছেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী অখিল গিরির দৃষ্টি আকর্ষন করে বানভাসি এলাকায় উদ্ভুত সমস্যা সমাধানের লক্ষে প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের আবেদন জানিয়েছেন। মামুদ হোসেন জানান, ' বন্যার পর দু মাস কেটে গেলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যায় ভেসে গেছে দরকারি নথিপত্র। ফলে সাধারণ রেশন সামগ্রী তুলতেও অসুবিধার সম্মুখীন ভগবানপুর পটাশপুর এলাকার মানুষজনেরা। আবার জমা জলের দূষণ ছড়ানোর ফলে একদিকে যেমন রোগের প্রকোপ লেগেই আছে। অন্যদিকে রবি শস্য চাষের অসুবিধার সম্মুখীন চাষিরা। এই সমস্যার একমাত্র প্রশাসনিক উদ্যোগেই সমাধান হতে পারে।'
প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর রাতে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে ভগবানপুর ও পটাশপুর বন্যা কবলিত হয়ে পড়ে। এলাকার মানুষের সবকিছু ভেসে যায় জলে। সেই বন্যা কবলিত এলাকার জল কমেছে। কিন্তু দু মাস পরেও তাদের দুর্দশার শেষ নেই। ২৬ নভেম্বর শুক্রবার এলাকা ঘুরে দেখেন পটাশপুর এর বিধায়ক উত্তম বারিক, জেলা পরিষদের প্রাক্তন সহকারি সভাধিপতি মামুদ হোসেন ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস। মৃণাল কান্তি দাস জানান, 'বন্যা পীড়িত এলাকার মানুষজনের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগী প্রশাসন। এলাকার রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে আগের নথি অনুসারে এলাকার মানুষজনকে রেশন সামগ্রী দেওয়ার জন্য। এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বুথে বুথে কত সংখ্যক মানুষের ভোটার আধার ও রেশন কার্ড সহ অন্যান্য নথিপত্র হারিয়ে গেছে তার তালিকা তৈরি করতে।'