আরও পড়ুন: অন্যরকম নববর্ষ! পার্কে ঘুরে ঘুরে ভুলতে বসা বাংলা ব্যান্ডের গান শুনিয়ে বর্ষবরণ
পুরানে বর্ণিত ৫১ সতী পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমার মন্দির। তিনি পূজিত হন উগ্রতারা বা ভীমা কালী রূপে। সারা বছরই দেবীর পুজো হয়। বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। বাংলা নববর্ষ উপলক্ষে এই বর্গভীমা মন্দিরে উপচে হাজির হন অসংখ্য পুণ্যার্থী। দীর্ঘ লাইন পেরিয়ে পুজো দেন তাঁরা।
advertisement
পয়লা বৈশাখে প্রতি বছরই গরম থাকে। কিন্তু এবছর পরিস্থিতি মাত্রাছাড়া হয়ে গিয়েছে। চিকিৎসকরা বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন। তাপপ্রবাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। কিন্তু এই বিরূপ প্রকৃতিও দমিয়ে রাখতে পারল না বাংলার নববর্ষ নিয়ে উৎসাহী মানুষকে। আর তার জন্য বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 6:46 PM IST