হোম /খবর /উত্তরবঙ্গ /
পার্কে ঘুরে ঘুরে পুরনো দিনের বাংলা গান শুনিয়ে বর্ষবরণ!

Poila Baisakh: অন্যরকম নববর্ষ! পার্কে ঘুরে ঘুরে ভুলতে বসা বাংলা ব্যান্ডের গান শুনিয়ে বর্ষবরণ

X
title=

বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতেই উত্তর দিনাজপুরের একদল যুবক যুবতী বাংলা ব্যান্ডের পুরনো দিনের গান সকলের সামনে তুলে ধরেন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

উত্তর দিনাজপুর: ১৪৩০ বঙ্গাব্দকে নানান উপায়ে স্বাগত জানাচ্ছে বাঙালি। শনিবার ভোর থেকেই নববর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠান, পুজোপাঠ শুরু হয়ে যায়। বেলার মধ্যে পুজোর পর্ব মিটেছে। বিকেল থেকে শুরু হয়েছে পয়লা বৈশাখের হালখাতা। নববর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় পান্তা ভাত সহযোগে বাঙালি খাবারের আয়োজনও হয়। তবে কালিয়াগঞ্জে বাংলা বর্ষবরণ একটু অন্যভাবে হল। এলাকার একদল যুবক-যুবতী পাঞ্জাবি ও শাড়ি পরে গিটার হাতে বিভিন্ন পার্কে ঘুরে ঘুরে পুরনো দিনের বাংলা গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালেন।

আরও পড়ুন: স্মার্টফোন ফেলে বর্ষবরণের আনন্দে মাতল শিশুরা

বাংলা নববর্ষ উপলক্ষে কয়েক বছর আগেও পাড়ায় পাড়ায় বর্ষবরণ উৎসব হত। সেখানে নাচ-গান,কবিতা পাঠ করতে দেখা যেত ছেলেমেয়েদের। কিন্তু গত কয়েক বছরের মধ্যে এই ছবিটা দ্রুত বদলে যায়, বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছে বর্ষবরণ উৎসব। এদিকে বাঙালি‌ও বাংলা গান এখন ভুলতে বসেছে। হিন্দি গানেই মজে বর্তমান প্রজন্ম। এই অবস্থায় বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতেই উত্তর দিনাজপুরের একদল যুবক যুবতী বাংলা ব্যান্ডের পুরনো দিনের গান সকলের সামনে তুলে ধরেন। এই গান শুনতে ভিড় করেছিল বহু মানুষ।

যে তরুণ শিল্পীরা এই অসামান্য উদ্যোগ নিলেন তাঁদের বক্তব্য, পয়লা বৈশাখ উপলক্ষে কালিয়াগঞ্জের পার্কগুলিতে বহু মানুষ ঘুরতে আসেন। তাঁদের এই উদ্যোগের ফলে একদিকে যেমন ভুলতে বসা বাংলা গানগুলি মানুষের মনে পড়বে তেমনই তাঁরা তাঁদের শিল্পপ্রতিমা তুলে ধরতে পারলেন বহু মানুষের সামনে।

পিয়া গুপ্তা

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bengali New Year, Poila Baisakh, Song, Uttar dinajpur News