কাঠের ব্রিজটি এলাকার বেশ কয়েকটি গ্রামের অন্যতম সংযোগকারী মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে তার রুগ্ন অবস্থায়। ভেঙে গেছে উপরের পাঠাতন। সাগর এলাকাবাসীর উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে সেই পাঠাতোন মেরামত করেছে। কারণ এছাড়া তাদের উপায় নেই। প্রতিদিন এই রাস্তা দিয়ে দৈনন্দিন কাজে এলাকাবাসী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এলাকাবাসীর ক্ষোভ প্রশাসনের ওপর। তাদের অভিযোগ বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পে মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধা
জোয়ারের স্রোতের সময় ব্রিজটি দুলতে থাকে। পারাপার করতে ভয় লাগে বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা আরো জানান এই এলাকায় কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা হয়েছিল বহু বছর আগে। সেইমতো কাঠের ব্রিজের পাশেই হয়েছে মাটি পরীক্ষা। কিন্তু ঐটুকুই এরপরে কংক্রিটের ব্রিজের প্রক্রিয়া আর এগোয়নি। বর্তমানে সাধারণ মানুষ চাইছে দ্রুত এই কাঠের ব্রিজটি মেরামত হোক। তা না হলে যে কোন দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে।
Saikat Shee