আরও পড়ুন: ডেঙ্গি ঠেকাতে এ কী করল পড়ুয়ারা!
পূর্ব মেদিনীপুর জেলার ময়নার কলাগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে বেহাল দশা। স্কুল বিল্ডিংয়ের দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল। বর্ষাকালে ছাদ চুঁইয়ে জল পড়ছে শ্রেণিকক্ষে। স্কুলের পেছন দিক থেকে শুরু করে সামনের দিক সম্পূর্ণটাই ভেঙে পড়েছে, দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল। ভেঙে পড়ছে সিলিংয়ের চাঙড়। সেই অবস্থাতেই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চলছে ক্লাস। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিবাদে শামিল হন অভিভাবকেরা।
advertisement
বিক্ষোভকারী অভিভাবকরা দাবি জানান এই স্কুল বিল্ডিং মেরামত নয়, এর জায়গায় নতুন স্কুল বিল্ডিং তৈরি করতে হবে। বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন এসআই। তিনি অভিভাবক সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। অভিভাবকদের দাবি দ্রুতই স্কুল বিল্ডিংয়ের হাল ফিরুক। কারণ স্কুল বিল্ডিংয়ের এই বেহাল দশার জন্য সন্তানদের পড়তে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। স্কুল বিল্ডিংয়ের হাল না ফিরলে বাধ্য হয়ে তাঁরা সন্তানদের অন্য স্কুলে পাঠানোর কথা ভাববেন বলেও জানান। গোটা বিষয়টি উচ্চ মহলে জানানো হবে বলে জানিয়েছেন স্কুল ইন্সপেক্টর।
সৈকত শী