পাঁশকুড়ার এক বিদ্যাসাগর উদ্যান বা পার্ক উদ্বোধনের পরেই পাঁশকুড়ার যুব সমাজের দাবী ছিল পার্কের মধ্যে একটি 'আই লাভ ইউ পাঁশকুড়া' স্ট্যান্ড তৈরি করা হোক। পাঁশকুড়া পৌরসভা পাঁশকুড়া যুব সমাজের দাবী কে মান্যতা দিয়ে বিদ্যাসাগর উদ্যানে ভেতরে তৈরি করল এই স্ট্যান্ড। রবিবার তার কাজ সম্পন্ন হয়েছে। তারপর থেকেই পাঁশকুড়ার যুব সমাজের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে এই আই লাভ ইউ পাঁশকুড়া নামাঙ্কিত স্ট্যান্ড।
advertisement
আরও পড়ুনঃ প্লাটিনাম জুবিলি উদযাপনে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা
স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে ভিড় জমছে প্রতিদিন সন্ধের পর। অন্যদিকে শীতের মরশুমে ফুলের শোভা উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে। বেশ কিছু পর্যটক পাঁশকুড়ার ফুলের সৌন্দর্য উপভোগ করার পর পার্কে ভিড় জমাচ্ছে। পাঁশকুড়ার বিদ্যাসাগর উদ্যানে আই 'লাভ ইউ পাঁশকুড়া স্ট্যান্ড' নির্মাণের বিষয়ে পাঁশকুড়া পৌরসভার বর্তমান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এর চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র জানান, 'পাঁশকুড়ায় বহু মানুষ ফুলের টানে ছুটে আসেন।
আরও পড়ুনঃ অবৈধভাবে নির্মাণ হওয়া আটটি দোকান ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন
বিশেষ করে শীতের সময় ফুল প্রেমী পর্যটকদের ভিড় বাড়ে। আগামী দিনে পাঁশকুড়ার ফুল শুধু নয়। এই পার্ক ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। বিদ্যাসাগর উদ্যান তৈরি হওয়ার পর যুব সমাজের দাবি ছিল পাঁশকুড়া লেখা একটি স্ট্যান্ডের। যুব সমাজের সেই দাবিকে মান্যতা দিয়ে তৈরি হয়েছে এই স্ট্যান্ড।'
Saikat Shee