Purba Medinipur News: অবৈধভাবে নির্মাণ হওয়া আটটি দোকান ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে পি ডব্লিউ ডি রোডস এর জায়গায় নির্মিত হওয়া অবৈধ আটটির দোকান ঘর ভেঙে ফেলা হল। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে চলছিল মামলা। কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অবৈধভাবে নির্মিত হওয়ার দোকান ঘরগুলি ভেঙে ফেলার নির্দেশ দেন।
#পাঁশকুড়া : পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে পি ডব্লিউ ডি রোডস এর জায়গায় নির্মিত হওয়া অবৈধ আটটির দোকান ঘর ভেঙে ফেলা হল। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে চলছিল মামলা। কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অবৈধভাবে নির্মিত হওয়ার দোকান ঘরগুলি ভেঙে ফেলার নির্দেশ দেন। বিডিও এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়কের পাশে ভেঙে ফেলা হল ওই দোকান ঘর গুলি। পাঁশকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড গুমাই গ্রামে তমলুক পাঁশকুড়া রোডের ধারে রায়ত ৭৫১ নম্বর প্লটে জায়গা রয়েছে সহদেব বর নামে এক ব্যক্তির।
৭৪৭ সরকারি জায়গার ওপর এক ব্যক্তি অবৈধভাবে দোকান ঘর তৈরি করে কিছু কিছু লোককে ব্যবসা করার জন্য জায়গা বিক্রয় করে। সেই সুবাদে সহদেব বরের বারাম রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তিনি আদালতে মামলার করেন। কলকাতা উচ্চ আদালতের নির্দেশ দেয় ওই অবৈধ দোকান ঘর করে ভেঙে ফেলে জায়গা পরিষ্কার করার। প্রথম পর্যায়ে চলতি বছরের ২২ সেপ্টেম্বর ভাঙার কর্মসূচি নেওয়া হলেও ছিল তা কার্যকর হয়নি।
advertisement
আরও পড়ুনঃ পিকনিকে আসা মানুষের সুবিধার্থে অস্থায়ী শৌচালয় ও পানীয় জল
তিন মাসের সেই দোকান ঘর গুলি ভাঙা হল। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা হল পুলিশে প্রহরায়। রাস্তার দুই ধারে দড়ি ঘিরে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবৈধ দোকানগুলি ভেঙ্গে ফেলা হয় তিনটি বুলডোজার দিয়ে। উপস্থিত ছিলেন পাঁশকুড়া বিডিও ধেনদূপ ভুটিয়া, পাঁশকুড়া থানার ভারপ্রাপ্ত আইসি আশিস মজুমদার সহ পি ডব্লিউ ডি রোডসের ইঞ্জিনিয়ার সহ একাধিক প্রশাসনিক কর্তারা।
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 14, 2022 3:52 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: অবৈধভাবে নির্মাণ হওয়া আটটি দোকান ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন