অনাথ আশ্রমের পালিত প্রত্যেক ছাত্র-ছাত্রীর সাফল্যে আশ্রমের সকলে খুশি ও আনন্দিত। ছোট থেকেই পাঁউশী পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের পালিতা কন্যা, তিস্তা মন্ডল ও অনুসূয়া সিট জানায়, ছোট থেকেই আশ্রমের পরিমণ্ডলে বড় হয়েছি। আশ্রমের সবার সাহায্যে আমাদের এই সাফল্য। ভবিষ্যতে আরও পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াতে চাই।
আরও পড়ুনঃ পট শিল্পের বিকাশ ও প্রসার ঘটাতে রেলের উদ্যোগে পটশিল্পের স্টল
advertisement
তিস্তা ও অনুসূয়া দুজনেই নার্সিং পড়ার ইচ্ছে প্রকাশ করে। আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন, 'ওরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করেছিল এবং নিজেদেরকে প্রস্তুতী নিয়েছিল। ওদের এই সাফল্য আগামী দিনে অন্য ছোট-ছোট ভাই বোনদের কে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।
আরও পড়ুনঃ মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও সফলতার শীর্ষে পূর্ব মেদিনীপুর
ওদের সাফল্যে আমরাও সবাই খুশি। আগামী দিনে ওদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আশ্রম সর্বতোভাবে সাহায্য করবে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের অনাথ আশ্রম অনাথ দুঃস্থ ছেলে -মেয়ের আশ্রয়ের পাশাপাশি মূলস্রোতে ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলছে।
Saikat Shee