হলদিয়া পৌর এলাকায় হলদিয়া উন্নয়ন পর্ষদের আওতাধীন ৩৯ টি জলাশয় রয়েছে যার মোট জমির পরিমাণ প্রায় ৯৪ একর। দীর্ঘদিন ধরে সেগুলি সংস্কার করা হয়নি(East Medinipur News)। ফলে বেশ কিছু জায়গায় মজে গিয়েছে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, যার ফল ভোগ করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। জলাশয় গুলি দীর্ঘদিন মজে থাকায় হারিয়েছে জলাশয়গুলোর স্বাভাবিক বাস্তুতন্ত্র। হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, বছরের পর বছর জলাশয় গুলি সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ নিজেদের জলাশয়গুলি চিহ্নিতকরনে উদ্যোগী হলে দেখা যায়, প্রায় ৩৯ টি জলাশয় তাদের অধীনে আছে। বর্তমানে সেই জলাশয়গুলি থেকে কোনওরকম আয় হয় না পর্ষদের। সেজন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ তাদের অধীনে থাকা জলাশয়গুলি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর জন্য পর্ষদের তরফে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে লিজ দেওয়া হবে জলাশয়গুলি। এতে আয় বাড়বে হলদিয়া উন্নয়ন পর্ষদের পাশাপাশি জলাশয়গুলিতে মাছ চাষের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।
advertisement
দুর্গাচক এলাকার এক বাসিন্দা জানান, এলাকায় একাধিক জলাশয় রয়েছে ঠিকই। কিন্তু আশেপাশের গাছের পাতা এবং এলাকার লোকদের ফেলা আবর্জনায় কয়েকটি জলাশয় কার্যত বর্জ্যের স্তূপ হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকেই ছড়াচ্ছে দূষণ। জলাশয়গুলি সংস্কার হলে এলাকার দূষণ কমবে। ঠিক তেমনি মাছ চাষের মাধ্যমে কর্ম সংস্থান বাড়বে (East Medinipur News)। পৌর এলাকার সৌন্দর্য বজায় থাকবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি জ্যোতির্ময় কর জানান, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জলাশয়গুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। জলাশয়গুলি সংস্কার করে মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদ জলাশয় সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করায় খুশি হলদিয়া পৌর এলাকার মানুষজন।
Saikat Shee