TRENDING:

Recruitment Scam: হাইস্কুলে মেয়ের চাকরির আশায় ১৬ লক্ষ টাকা দিয়ে মাথা চাপড়াচ্ছে পরিবার! এখন খাবে কী ঠিক নেই

Last Updated:

বছর পাঁচেক আগে মেয়ে সোনালী পাঁজার চাকরির জন্য গোপাল মাইতি নামে এক ব্যক্তিকে ১৬ লক্ষ টাকা দিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড় বাংলা। তার মধ্যে ফের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বছর পাঁচেক আগে মেয়ের চাকরি পাওয়ার আশায় ১৬ লক্ষ টাকা দিলেও এতোদিনে না হয়েছে চাকরি না ফেরত পেয়েছেন টাকা! শেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন প্রতারিত মায়ারানি পাঁজা।
advertisement

আরও পড়ুন: মনোনয়নপত্র জমা ঘিরে উল্টো ছবি হাওড়ায়! খুশি শাসক-বিরোধী দু’পক্ষই

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় চাকরি দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা আত্মসাতের এই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী মায়ারানি পাঁজার বাড়ি নন্দকুমারেরই ভবানীচক গ্রামে। তিনি জানান, বছর পাঁচেক আগে মেয়ে সোনালী পাঁজার চাকরির জন্য গোপাল মাইতি নামে এক ব্যক্তিকে ১৬ লক্ষ টাকা দিয়েছিলেন। মেয়ে সোনালী ডিভোর্সি হওয়ায় তার চাকরির জন্য মরিয়া হয়ে টাকা দিয়েছিলেন বলে মায়ারানির দাবি। সোনালী পাঁজাকে প্রথমে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং পরে তমলুক-ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রুপ ডি পদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত কোথাও‌ই চাকরি হয়নি।

advertisement

View More

দীর্ঘদিন অপেক্ষার পরও চাকরি না হওয়ায় গোপাল মাইতির কাছে টাকা ফেরত চাইলেও তা পাওয়া যায়নি। এই নিয়ে বেশ কয়েকবার অভিযুক্তের সঙ্গে কথা বলেন মায়ারানি পাঁজা ও তাঁর স্বামী দিলীপ পাঁজা। তাঁদের দাবি, মেয়ের চাকরি হ‌ওয়ার আশায় ১৬ লক্ষ টাকা দিতে গিয়ে জমি-বাড়ি সর্বস্ব বিক্রি করে দিতে হয়েছে। তারপরও বাজারে কয়েকজনের কাছ থেকে ধার নিতে হয়েছিল। কিন্তু তারপরও চাকরি হওয়া বা টাকা ফেরত না পাওয়ায় বর্তমানে তাঁরা প্রবল আর্থিক সঙ্কটে ভুগছেন। আর তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান অভিযোগকারী। যদিও এই বিষয়ে অভিযুক্ত গোপাল মাইতির কোন‌ও বক্তব্য পাওয়া যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Recruitment Scam: হাইস্কুলে মেয়ের চাকরির আশায় ১৬ লক্ষ টাকা দিয়ে মাথা চাপড়াচ্ছে পরিবার! এখন খাবে কী ঠিক নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল