Panchayat Election 2023: মনোনয়নপত্র জমা ঘিরে উল্টো ছবি হাওড়ায়! খুশি শাসক-বিরোধী দু'পক্ষই

Last Updated:

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দেন বিজেপি, তৃণমূল ও বাম প্রার্থীরা। কেউ কাউকে বাধা দেয়নি বা বিন্দুমাত্র অশান্তি হয়নি।

+
title=

হাওড়া: পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার দ্বিতীয় দিনে কোন‌ও অশান্তি হল না হাওড়ায়। শান্তিতেই শাসক-বিরোধী যে যার নিজের মতো করে মনোনয়ন জমা দিলেন। ফলে খুশি সকলেই। মুর্শিদাবাদ, বীরভূমে মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির আঁচ টের পাওয়া গেল না কলকাতা লাগোয়া এই জেলায়।
রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে শুক্রবার শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশের প্রক্রিয়া। শনিবার ছিল দ্বিতীয় দিন। এদিন সকাল ১১ টা থেকে পাঁচলা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দেন বিজেপি, তৃণমূল ও বাম প্রার্থীরা। কেউ কাউকে বাধা দেয়নি বা বিন্দুমাত্র অশান্তি হয়নি।
advertisement
advertisement
শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক বিরল দৃশ্য দেখা যায় পাঁচলায়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিডিও অফিস চত্বরেই আবীর খেলেন তৃণমূল প্রার্থী ও সমর্থকরা। এদিকে কোনরকম অশান্তি এড়াতে সকাল থেকেই বিডিও অফিস চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। প্রশাসন সূত্রে খবর, শনিবার দুপুর তিনটে পর্যন্ত মোট ২৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা করেন।
advertisement
মনোনয়নপত্র জমাকে ঘিরে কোনরকম অশান্তি না হলেও প্রার্থীদের অন্য বিষয়ে বেশ কিছু অভিযোগ আছে। মনোনয়নপত্র জমা দিতে এসে বহু প্রার্থী অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেকটাই কম। এর‌ই মধ্যে পাঁচলায় এদিন গ্রাম পঞ্চায়েতের আসনে তৃণমূল কংগ্রেসের ৬ জন, বিজেপির ১৪ জন, সিপিএমের ৩ জন, কংগ্রেসের ১ জন ও ৪ জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পঞ্চায়েত সমিতিতে ১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পাঁচলা বিডিও অফিসে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Panchayat Election 2023: মনোনয়নপত্র জমা ঘিরে উল্টো ছবি হাওড়ায়! খুশি শাসক-বিরোধী দু'পক্ষই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement