কী এই মেরিন ড্রাইভ? মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচেই এবার পশ্চিমবঙ্গেও গড়ে উঠেছে নতুন মেরিন ড্রাইভ। ৩০ কিলোমিটার লম্বা এই ঝাঁ-চকচকে রাস্তায় জুড়েছে দিঘা, তাজপুর, মন্দারমণি এবং শংকরপুর। মাত্র আধ ঘণ্টা বা তারও কম সময়ে দিঘা থেকে শঙ্করপুর চলে যাওয়া যাবে। ফলে পুজোর আগে একবার ঘুরে আসতেই পারেন এই রাস্তা দিয়ে। এই রাস্তার মাধ্যমে সমুদ্রের শোভা উপভোগ করতে করতেই দিঘা থেকে কাঁথি যাওয়া যাবে। এই রাস্তার ফলে দিঘা এবং শংকরপুরের দূরত্ব আগের তুলনায় কমে যাবে। ফলে দিঘায় আসা পর্যটকরা আরও বেশি করে আশেপাশের ট্যুরিস্ট অঞ্চলগুলি ঘোরার উৎসাহ পাবেন। দুই পাশে অপরূপ প্রাকৃতিক শোভা। আর চাকার তলায় কালো মসৃণ রাস্তা। লং ড্রাইভ বা লং রাইডের জন্য একেবারে আদর্শ। রাস্তায় মোট ৩টি সেতু তৈরি হয়েছে, জলধা, সৌলায় এবং নায়েকালীতে।
advertisement
আরও পড়ুন: নামেই ১৪ দিন, প্রায় দেড় মাস জেলেই কাটবে অনুব্রতর! কেন? জানুন কারণ
প্রশাসন সূত্রে খবর, ৭৩ কোটি টাকার বাজেটের মধ্যে ১৬৩ কোটি খরচ হয়েছে এই সেতু তিনটি তৈরি করতেই। বাকি ১০ কোটি খরচ হয়েছে রাস্তা নির্মাণে। ইতিমধ্যেই এই মেরিন ড্রাইভ দিঘায় আসা পর্যটকদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে। সমুদ্র সৈকতের সমান্তরাল ভাবে তৈরি হওয়া এই রাস্তা পর্যটকদের যে বিশেষ ভাবে আকৃষ্ট করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
Saikat Shee