দূর দূরান্ত এলাকা থেকে দুঃস্থ পরিবার ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসে। এই এলাকার ছেলেমেয়ের অভিভাবকরা কোনও প্রকার ইংলিশ মিডিয়াম অথবা বেসরকারি স্কুলে পাঠায় না তারা এই প্রাথমিক বিদ্যালয়কেই তাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ভরসা করে।বর্তমানে প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬৫ জন। শিক্ষক শিক্ষিকা মিলিয়ে ৮ জন। বর্তমান সময়ে স্কুলে ছাত্র ছাত্রীর অভাবে পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি প্রাথমিক স্কুল ও জুনিয়ার হাই স্কুল বন্ধ হয়েছে। সেখানে আড়াইশোর বেশি ছাত্র থাকলেও স্কুল ভবনের অভাব এই কল্যানচক প্রাথমিক বিদ্যালয়ে।
advertisement
আরও পড়ুন: প্রায় ৩০০ বছর ধরে কালনার সেন বাড়িতে হয়ে আসছে দুর্গা পুজো! জানুন কাহিনি!
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা, স্কুল কমিটির সদস্যা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়ে কোনও ফল হয়নি। আশেপাশের বেশ কয়েকটি কল্যাণচক, পানিশীতি, ভবানীপুর, শীতলপুর, শ্যামসুন্দরপুর, পূর্ব গুমাই সহ আরও অন্যান্য গ্রামের ছেলেমেয়েরা এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে এসে পড়ুয়াদের যেমন আতঙ্ক গ্রাস করে স্কুল ভবনের জন্য। তেমনই তাদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে বাড়ির অভিভাবকেরা।
Saikat Shee