Traditional Durga Puja 2022: প্রায় ৩০০ বছর ধরে কালনার সেন বাড়িতে হয়ে আসছে দুর্গা পুজো! জানুন কাহিনি!
- Published by:Piya Banerjee
Last Updated:
Traditional Durga Puja 2022: বনেদিয়ানা বজায় রেখে হয়ে আসছে পুজো। প্রতিমার কাঠামোয় মাটি পড়ে যায় রথের দিনই৷ মহালয়ার পর দিন প্রতিপদ থেকেই বসে যায় ঘট৷ পুজোয় নেই অঞ্জলির প্রথা৷
#পূর্ব বর্ধমান: সময় গড়ালেও একই রকম বনেদিয়ানা বজায় রেখে হয়ে আসছে পুজো। প্রতিমার কাঠামোয় মাটি পড়ে যায় রথের দিনই৷ মহালয়ার পর দিন প্রতিপদ থেকেই বসে যায় ঘট৷ পুজোয় নেই অঞ্জলির প্রথা৷ এমনই সব রীতি রেওয়াজ মেনে দুর্গা পুজো হয় কালনার সেনবাড়িতে। কালনা শহরের একটা পাড়ার নামকরণও করা হয়েছে এই পরিবারের নামে৷ এককালে কালনা শহরের বেশ কিছুটা অংশ জুড়ে ছিল সেন পরিবারের জমিদারি৷ শহরের অনেকের দলিলে সম্পত্তির আদি মালিক হিসাবে এখনও উল্লেখ করা রয়েছে সেনেদেরই নাম৷
জানা গিয়েছে, প্রায় ৩০০ বছরের প্রাচীন৷ কোনও এক পূর্ব পুরুষের কাছে কুলদেবতা শ্যামসুন্দরকে রেখে গিয়েছিলেন পাঁচ জন ব্রাহ্মণ৷ তার পরে আর নিতে আসেননি৷ সেই ঘটনার পরই মন্দির তৈরি করে কুলদেবতা শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করা হয়৷ গড়ে ওঠে পুজো দালানও৷ বৈষ্ণব নই, কুলদেবতা শ্যামসুন্দরের প্রতিষ্ঠার পর থেকে বৈষ্ণব রীতি মেনেই পুজো হয়।সমুদ্র ও নদী মিলিয়ে মোট সাত রকম জলেই কালনার সেনবাড়ির মায়ের পুজো সম্পন্ন হয়। এই বাড়ির পুজোর ভোগেও বিশেষত্ব রয়েছে, সেন বাড়ির পুজোতে অন্নভোগের রেওয়াজ নেই। তবে দেবীর নৈবেদ্যে থাকে ঘিয়ের লুচি, বোঁদে, মিহিদানা, পান্তুয়া, গজা, মাখা সন্দেশ, কমলাভোগ-সহ মোট ১০ রকমের মিষ্টি ও রকমারি ফল।
advertisement
আরও পড়ুন: বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রী! স্বামীর জঙ্গি যোগ! ডায়মন্ড হারবার ও মুম্বই থেকে গ্রেফতার দুই!
advertisement
পরিবারের সদস্য অভিজিৎ সেন বলেন , নথি ঘেঁটে যতটা জেনেছি তাতে বলা যায় , এক পূর্বপুরুষের কাছে কুলদেবতা শ্যামসুন্দরকে রেখে গিয়েছিলেন পাঁচ জন ব্রাহ্মণ৷ তার পরে আর নিতে আসেননি৷ সেই ঘটনার পরেই মন্দির তৈরি করে কুলদেবতা শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করা হয়৷ গড়ে ওঠে পুজো দালানও৷ আমরা বৈষ্ণব নই৷ কিন্ত্ত কুলদেবতা শ্যামসুন্দরের প্রতিষ্ঠার পর থেকে বৈষ্ণব রীতি মেনেই সব কিছু করা হয়৷ পরিবারের সদস্যরা দেশে -বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন৷ তবু পুজোর সময় সকলে মিলিত হন কালনার বাড়িতে৷ নাচে -গানে -হই হুল্লোড়ে পুজোর ক’টা দিন মুখরিত হয়ে ওঠে গোটা সেন বাড়ি৷
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
September 03, 2022 9:36 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Traditional Durga Puja 2022: প্রায় ৩০০ বছর ধরে কালনার সেন বাড়িতে হয়ে আসছে দুর্গা পুজো! জানুন কাহিনি!