৭ ডিসেম্বর বুধবার কাত্যায়নী চতুর্দশী তিথিতে সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো ৫১ পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে। পুজো অর্চনার পাশাপাশি সপ্তসতী যজ্ঞ হয় সারাদিন ধরে। সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে বুধবার সেজে উঠেছে তমলুকের বর্গভীমা মন্দির। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও ভক্তরা এই যজ্ঞে সামিল হন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। সূর্যের আলো আতস কাঁচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। বেলকাঠে ঘি ধুনো কর্পূর মাখানো থাকে তারপর আতশ কাঁচের সাহায্যে আগুন জ্বালানো হয়।
advertisement
আরও পড়ুন: দিঘায় গিয়ে চুটিয়ে মাছ খাবেন ভাবছেন? জানেন তো নতুন নিয়ম! কড়া সতর্কতা!
এই যজ্ঞে ১০৮ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ, ব্রহ্মা,বিষ্ণু, মহালক্ষী, মহাসরস্বতী, মহাকালি, রুদ্র, শান্তি, নবগ্রহ, বরুণ, বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পূজা হয়। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্তি কামনা। প্রতিবছর এই তিথি অনুসারে সপ্তসতী যজ্ঞ হয়। এবছর এদিন পূজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়। ২০২৩ সালের এই সপ্তসতী যজ্ঞ আয়োজন হবে ডিসেম্বর মাসের ২৫ তারিখ।
Saikat Shee