সরকারের সিদ্ধান্ত মত নীল প্যান্ট ও সাদা জামা করা হয়। কয়েকদিন আগেই পঞ্চম শ্রেণির ছাত্রদের তা দেওয়া শুরু করা হয়। আর এরপরেই কাঁথি জুড়ে শুরু হয়েছে বিতর্ক। স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমলের ও সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত শতাব্দী প্রাচীন স্কুলকে নিয়ে স্থানীয় মানুষজনের আবেগ ও ভালোবাসা এভাবে পোশাক পরিবর্তন করে ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই এবার স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পোশাক পরিবর্তনের প্রতিবাদে পথে নামলেন। ২২ আগস্ট সোমবার কাঁথি হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা কাঁথি শহরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামেন। কাঁথির ডরমেটরি মাঠ থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। কাঁথি হাই স্কুলের সামনে গিয়ে শেষ হয় মিছিল।
advertisement
আরও পড়ুন: ধারে মদ কিনতে দোকানে যায় ব্যক্তি! না দেওয়ায়, ঘটল ভয়াবহ ঘটনা!
স্কুলের পোশাক পরিবর্তনের বিরুদ্ধে প্রাক্তনীদের মিছিল শেষে প্রধান শিক্ষক অনুপম সাউয়ের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই ঘটনায় তাদের দাবি মেনে না নিলে আগামী দিনে আদালতে যাওয়ারও পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তনীরা। স্কুলের এক প্রাক্তনী তেহেরান হোসেন বলেন, "শতাব্দী প্রাচীন আমাদের এই স্কুলের খাকি প্যান্ট ও সাদা জামা এই ড্রেস হল আমাদের ভালোবাসা এবং আবেগ। এভাবে আমাদের ঐতিহ্যকে রাজ্য সরকার বাধা দিতে পারে না।" স্কুলের প্রধান শিক্ষক অনুপম সাউ বলেন, "প্রাক্তনদের তরফ থেকে আমাকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নির্দেশক্রমে নীল সাদা পোশাক করা হয়েছে।" প্রাক্তনীদের পোশাক পরিবর্তনের বিরুদ্ধে মিছিল বীরেন্দ্রনাথ শাসমলের স্কুলে কতটা প্রভাব ফেলে!
Saikat Shee