স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রি আট’টার পর এই আগুন লাগে। ওই ভয়াবহ আগুন লাগার ঘটনার সময়ও দোকানে ছিল প্রচুর লোকজন। হঠাৎ করে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে দোকান মালিক ও দোকানের কর্মচারীরা। দোকানের ফ্রিজ থেকে দোকানের সরঞ্জাম সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহান্তে ফের বন্ধ ট্রেন, প্রায় ১২ ঘণ্টা শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল সব লোকাল
আগুনের ভয়াবহতা দেখে ভয় পায় দোকানদার ও স্থানীয় বাসিন্দারা খবর দেয়া হয় রামনগর দমকল স্টেশনে। রামনগর ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, দোকানটি পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রের পাশেই অবস্থিত ছিল। ফলে না আনলে আরও বড়সড় ক্ষতির মুখে পড়ত দীঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র। একটু দেরি হলেই ফিস মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা ছিল। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওই দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দোকানে থাকা ফ্রিজ-সহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়েছে। সমস্ত কিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দোকানের মালিক।
Saikat Shee