স্বামী ফিরে পাওয়ার আসায় স্বামীর বাড়ির সামনে বুধবার থেকে ধর্ণায় বসেছে স্ত্রী সঙ্গে শিশুকন্যা। অভিযোগ হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার প্রিয়াঙ্কা দাসের সঙ্গে কোলাঘাট থানার কোদালিয়া গ্রামের চন্দন দাসের সঙ্গে করে বিয়ে হয় ৬ বছর আগে। প্রিয়াঙ্কা জানায়, ছাত্রাবস্থা থেকে প্রেম ছিল। পরে বছর ছয়েক আগে চন্দন ও প্রিয়াঙ্কার মধ্যে বিয়ে হয়। বিয়ের পর শ্যামপুরেই থাকত স্বামী-স্ত্রী। বিয়ের পর বেশ কয়েক বার এলেও স্থায়ী ভাবে শ্বশুরবাড়িতে থাকতে পারেনি প্রিয়াঙ্কা।
advertisement
মাস ছয়েক আগে স্বামী চন্দন দাসের মায়ের মৃত্যুতে বাড়ি আসে। এরপর থেকে স্ত্রীর সঙ্গে দেখা করেনি চন্দন। বারংবার স্বামীর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কোন ভাবেই দেখা হয়নি। এমনকি বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিবারের লোকজন স্ত্রী বলে স্বীকার করতে রাজি হয়নি। এই কারনে কয়েক মাস ধরে ভোগপুর পঞ্চায়েত, কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করে। বারংবার ফল না মেলায় শেষমেষ স্বামীকে ফিরে পাওয়ার আশা নিয়ে বুধবার থেকে স্বামীর বাড়ির সামনে ছোট শিশুকন্যাকে নিয়ে ধর্ণায় বসে স্ত্রী প্রিয়াঙ্কাস দাস।
আরও পড়ুনঃ South 24 Parganas News: মোকার মোকাবিলায় কাকদ্বীপে এনডিআরএফ দল, চলছে টহলদারি ও মাইকিং
পরিবারের তরফ থেকে জানানো হয়, স্বামী চন্দন দাস দিন ছয়েক বাড়িতে নেই এবং প্রিয়াঙ্কাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। তবে বুধবার থেকে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন ছোট্ট শিশুকন্যাকে নিয়ে প্রিয়াঙ্কা দাসের। প্রখর রৌদ্রে বাড়ির দোরগোড়ায় বসে রয়েছেন। প্রিয়াঙ্কার দাবি বাড়ির লোকের চাপেই তার স্বামী চন্দন তার সঙ্গে দেখা করতে পারছে না। ফলে অসহায় ভাবে দিন কাটছে তার। নিজের কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে। তবে শেষমেষ কোলাঘাট থানার পুলিশ যায় এলাকায়, তদন্ত শুরু করেছে পুলিশ।
Saikat Shee