TRENDING:

East Medinipur News: বাড়ির অমতে প্রেম-বিয়ে, হঠাৎ বেপাত্তা স্বামী, তারপর সকলকে হতবাক করা কাণ্ড ঘটালেন মহিলা

Last Updated:

East Medinipur News: কোলাঘাটের কোদালিয়া গ্রামের যুবকের সঙ্গে হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার যুবতীর সঙ্গে প্রেম ভালবাসায় বাড়ির অমতেই বিয়ে হয়। স্ত্রীর স্বীকৃতির দাবি পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় যুবতী 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট: শাস্ত্র মতে বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আগে। আর আইন মেনে বিয়ে হয়েছে প্রায় তিন বছর আগে। তারপরও স্ত্রী-র স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে ধর্ণায় বসল এক যুবতী। ঘটনাটি ঘটেছে কোলাঘাটের কোদালিয়া গ্রামে। এই গ্রামের যুবকের সঙ্গে হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার যুবতীর সঙ্গে প্রেম করে অমতেই বিয়ে হয়। প্রথমে শাস্ত্র মতে বিয়ে তারপর আইন মেনে বিবাহের রেজিস্ট্রি সম্পন্ন হয়। রয়েছে একটি কন্যা সন্তানও। কিন্তু প্রায় আট-নয় মাস ধরে স্বামী বেপাত্তা। তারপরে ওই যুবতী কোলাঘাটের কোদালিয়া গ্রামে শ্বশুরবাড়িতে আসেন এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে ধর্ণায় বসেন।
advertisement

স্বামী ফিরে পাওয়ার আসায় স্বামীর বাড়ির সামনে বুধবার থেকে ধর্ণায় বসেছে স্ত্রী সঙ্গে শিশুকন্যা। অভিযোগ হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার প্রিয়াঙ্কা দাসের সঙ্গে কোলাঘাট থানার কোদালিয়া গ্রামের চন্দন দাসের সঙ্গে করে বিয়ে হয় ৬ বছর আগে। প্রিয়াঙ্কা জানায়, ছাত্রাবস্থা থেকে প্রেম ছিল। পরে বছর ছয়েক আগে চন্দন ও প্রিয়াঙ্কার মধ্যে বিয়ে হয়। বিয়ের পর শ্যামপুরেই থাকত স্বামী-স্ত্রী। বিয়ের পর বেশ কয়েক বার এলেও স্থায়ী ভাবে শ্বশুরবাড়িতে থাকতে পারেনি প্রিয়াঙ্কা।

advertisement

মাস ছয়েক আগে স্বামী চন্দন দাসের মায়ের মৃত্যুতে বাড়ি আসে। এরপর থেকে স্ত্রীর সঙ্গে দেখা করেনি চন্দন। বারংবার স্বামীর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কোন ভাবেই দেখা হয়নি। এমনকি বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিবারের লোকজন স্ত্রী বলে স্বীকার করতে রাজি হয়নি। এই কারনে কয়েক মাস ধরে ভোগপুর পঞ্চায়েত, কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করে। বারংবার ফল না মেলায় শেষমেষ স্বামীকে ফিরে পাওয়ার আশা নিয়ে বুধবার থেকে স্বামীর বাড়ির সামনে ছোট শিশুকন্যাকে নিয়ে ধর্ণায় বসে স্ত্রী প্রিয়াঙ্কাস দাস।

advertisement

আরও পড়ুনঃ South 24 Parganas News: মোকার মোকাবিলায় কাকদ্বীপে এনডিআরএফ দল, চলছে টহলদারি ও মাইকিং

View More

পরিবারের তরফ থেকে জানানো হয়, স্বামী চন্দন দাস দিন ছয়েক বাড়িতে নেই এবং প্রিয়াঙ্কাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। তবে বুধবার থেকে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন ছোট্ট শিশুকন্যাকে নিয়ে প্রিয়াঙ্কা দাসের। প্রখর রৌদ্রে বাড়ির দোরগোড়ায় বসে রয়েছেন। প্রিয়াঙ্কার দাবি বাড়ির লোকের চাপেই তার স্বামী চন্দন তার সঙ্গে দেখা করতে পারছে না। ফলে অসহায় ভাবে দিন কাটছে তার। নিজের কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে। তবে শেষমেষ কোলাঘাট থানার পুলিশ যায় এলাকায়, তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বাড়ির অমতে প্রেম-বিয়ে, হঠাৎ বেপাত্তা স্বামী, তারপর সকলকে হতবাক করা কাণ্ড ঘটালেন মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল