South 24 Parganas News: মোকার মোকাবিলায় কাকদ্বীপে এনডিআরএফ দল, চলছে টহলদারি ও মাইকিং

Last Updated:

South 24 Parganas News: আপতত ঘূর্ণিঝড় মোকা আসছে না বাংলায়। তবুও সতর্ক প্রশাসন। আর সেজন‍্য কোনোও ত্রুটি রাখতে চাচ্ছেন না তাঁরা। যার ফলশ্রুতিতে কাকদ্বীপে এসে পৌঁছেছে এনডিআরএফ টিম।

এলাকায় টহল দিচ্ছে এনডিআরএফ বাহিনী
এলাকায় টহল দিচ্ছে এনডিআরএফ বাহিনী
কাকদ্বীপ: ঘূর্ণিঝড় মোকা আসছে না বাংলায়। তবুও সতর্ক প্রশাসন। আর সেজন‍্য কোনোও ত্রুটি রাখতে চাইছেন না প্রশাসনিক আধিকারিকরা। যার ফলশ্রুতিতে কাকদ্বীপে এসে পৌঁছেছে এনডিআরএফ টিম। কাকদ্বীপ লট ৮ এ তাদের মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে তারা মহড়া দিচ্ছে। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্তও করছেন। সঙ্গে এলাকায় চলছে টহলদারি।
ঝড় না আসলেও যদি আংশিক প্রভাবও পড়ে এনডিআরএফ দলকে দেখে আশ্বস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে কাকদ্বীপের মহাকুমাশাসক অরণ‍্য বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,”ঝড়ের গতিপ্রকৃতি সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছে‌। বিপর্যয় মোকাবিলায় এলাকায় সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবুও বাড়তি সতর্কতা অবলম্বনের জন‍্য এনডিআরএফ এর টিমকে আনা হয়েছে কাকদ্বীপে। তারা সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে”।
advertisement
advertisement
এছাড়াও কিনি আরও জানান,”২৬ জন সদস‍্যের এই এনডিআরএফ টিম কাকদ্বীপ লট ৮ এ মোতায়েন থাকবে। প্রয়োজন হলে আরও টিম আনা হবে এলাকায়। আপাতত এলাকায় মাইকিং সহ মৎস‍্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করার কাজ চালাচ্ছেন তাঁরা। ঝড় যতক্ষণ না স্থলভাগে আঘাত হানছে, ততক্ষণ এনডিআরএফ এর বাহিনীকে কাকদ্বীপে রাখা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী তাদেরকে ফেরত পাঠানো হবে”। প্রশাসন সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি বলেও জানিয়েছেন অরণ‍্য বন্দ‍্যোপাধ‍্যায়
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মোকার মোকাবিলায় কাকদ্বীপে এনডিআরএফ দল, চলছে টহলদারি ও মাইকিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement